Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরে, জেলার ২৫টি ব্লক এবং ৫টি পুর এলাকায় মোট ২৯টি শিবির ,সেখানে সন্ধ্যা পর্যন্ত মোট ৮১৪টি স্কিম

মুখ্যমন্ত্রীর ঘোষণামতো শনিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে 'আমাদের পাড়া আমাদের সমাধান'। প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলল পূর্ব মেদিনীপুরে। জেলার ২৫টি ব্লক এবং ৫টি পুর এলাকায় মোট ২৯টি শিবির হয়। সেখানে সন্ধ্যা পর্যন্ত মোট ৮১৪টি স…

 


মুখ্যমন্ত্রীর ঘোষণামতো শনিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে 'আমাদের পাড়া আমাদের সমাধান'। প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলল পূর্ব মেদিনীপুরে। জেলার ২৫টি ব্লক এবং ৫টি পুর এলাকায় মোট ২৯টি শিবির হয়। সেখানে সন্ধ্যা পর্যন্ত মোট ৮১৪টি স্কিম অন্তর্ভুক্ত হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, এর মধ্যে সবথেকে বেশি স্কিম অন্তর্ভুক্ত হয়েছে তমলুক ব্লকে। তমলুক ব্লকের বিডিও অফিসের শিবিরে ৬৮টি স্কিম অন্তর্ভুক্ত হয়েছে। এরপরেই রয়েছে কোলাঘাট ব্লক। সেখানে ৬৫টি স্কিম অন্তর্ভুক্ত হয়েছে। এদিন সকাল থেকেই এই সমস্ত শিবিরে লাইন দিয়ে মানুষ ভিড় জমান। প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে এলাকার মানুষের সমস্যা নিয়ে আলোচনা এবং তার সমাধান করা হয়। প্রতি বুথের জন্য ১০ লক্ষ টাকায় - কোন বুথে রাস্তা খারাপ এবং কোন বুথে কী কী দরকার তা নিয়ে আলোচনা হয় শিবিরে। পূর্ব মেদিনীপুরে মোট বুথের সংখ্যা ৪৪২০। এর জন্য প্রায় সাড়ে ১৪০০ শিবির করা হবে। বর্তমানে বিভিন্ন ব্লকের বিডিওদের তরফে ২২০০ বুথের জন্য মোট ৭৪৭টি শিবিরের তালিকা জমা পড়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যে আরও প্রায় ৭০০ শিবির হবে। শনিবার সকালে খেজুরি, পটাশপুরে শিবির পরিদর্শনে যান জেলা সভাধিপতি উত্তম বারিক। মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চের শিবিরে ছিলেন বিধায়ক তিলক চক্রবর্তী, বিডিও বরুণাশিস সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা।

No comments