শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাইতে বিডিও অফিসে সিপিআইএম এগরা ২ ব্লক ক্ষেত মজদুর ইউনিয়ন ও কৃষক সভার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, "রক্ষ…
শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাইতে বিডিও অফিসে সিপিআইএম এগরা ২ ব্লক ক্ষেত মজদুর ইউনিয়ন ও কৃষক সভার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, "রক্ষা করো জব কার্ড আদায় করো কাজের অধিকার "-এগরায় এটাই ছিল মূলত সিপিআইএমের স্লোগান। প্রকৃত বঞ্চিতদের আবাসে ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং আরও কয়েক দফা দাবিতে শুক্রবার অবস্থান বিক্ষোভ এবং বিডিও'কে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি চলে। এগরা ২ বিডিও অফিস চত্ত্বরে প্রকৃত বঞ্চিত প্রাপকদের ফর্ম ফিলাপ করে স্থানীয় বিডিও অফিসে জমা করানোর কাজ করা হয়। তবে সমস্ত দাবি দাওয়া খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন খোদ এগরা ২ ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামী। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক আশীষ প্রামাণিক, বালিঘাই লোকাল কমিটির সভাপতি (ডিওয়াইএফআই) রঞ্জিত ক্যামিলা, কৃষক সভার সম্পাদক কৃষ্ণপদ মাইতি, বালিঘাই এরিয়া কমিটির সম্পাদক নাসের হোসেন বেগ, দীপক জানা, হরেশ চন্দ্র মাইতি, সুদীপ্ত মাইতি ও মানস আচার্য এবং চন্দন পয়ড়্যা প্রমুখ।

No comments