ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্টের সহযোগিতায় মহিলাদের স্বরোজগার করার একটি উদ্যোগ ।নির্দিষ্ট পরিমাণ সিট থাকায় মাত্র ২৫ জন টেলারিং প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছেন ।আরো অনেক মহিলা শিক্ষার জন্য এলেও সুযোগ পায়নি । অনু…
ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্টের সহযোগিতায় মহিলাদের স্বরোজগার করার একটি উদ্যোগ ।নির্দিষ্ট পরিমাণ সিট থাকায় মাত্র ২৫ জন টেলারিং প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছেন ।আরো অনেক মহিলা শিক্ষার জন্য এলেও সুযোগ পায়নি । অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন Director সুকান্ত বন্দ্যোপাধ্যায় ,Asst. programme Director উদয় শঙ্কর মন্ডল, ট্রেনার মৌসুমি প্রামাণিক ব্যানার্জি, সহায়ক মীনাক্ষী মাইতি প্রমুখ। স্কুলের প্রধান শিক্ষক সুরজিৎ গুছাইত বলেন, গ্রামীণ মহিলাদের উৎসাহ প্রদান করতে ও স্বাবলম্বী করাই একমাত্র উদ্দেশ্য। গত বছর এই স্কুলে স্থানীয় মহিলাদের এমব্রয়ডারি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল । এই নিয়ে পরপর তিন বছর ধরে প্রশিক্ষণ শিবির চলছে ।

No comments