নাগরিক কমিটির উদ্যোগে বাগনান 1 নং গ্ৰাম পঞ্চায়েতের বেনেপুকুর নতুন পল্লী তে কাছাড়ীপাড়া জুনিয়র হাইস্কুলের ছাত্র ছাত্রী দের হাতে চারাগাছ দেওয়া ও সংরক্ষণ সহকারে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি প্রসূন কুমার মিত্র , বলেন গা…
নাগরিক কমিটির উদ্যোগে বাগনান 1 নং গ্ৰাম পঞ্চায়েতের বেনেপুকুর নতুন পল্লী তে কাছাড়ীপাড়া জুনিয়র হাইস্কুলের ছাত্র ছাত্রী দের হাতে চারাগাছ দেওয়া ও সংরক্ষণ সহকারে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি প্রসূন কুমার মিত্র , বলেন গাছ লাগানোর থেকে বাঁচানো বেশী জরুরী তাই আমরা সংরক্ষণ করে বৃক্ষরোপণ করলাম । সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন ,আমরা সংরক্ষণ করে ২৫ টি সুপারী চারা রোপণ করেছি ও
১০০ টি চারাগাছ বিতরণ করেছি। আরো বলেন গাছ না লাগালে পৃথিবী বাঁচবে না।অতিথিদের বরন করেন তপতী দাস, কেয়া চক্রবর্তী ও পৌলভি মিশ্র।
সভাপতি প্রসূন কুমার মিত্র সকলকে অনুরোধ করেন কেউ গাছ কাটলে প্রশাসন কে জানান। উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানস কুমার বসু, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি নয়ন হালদার, বাগনান এক নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাননীয় পঞ্চানন দাস, প্রাক্তন প্রধান আব্দুল মান্নান, পঞ্চায়েত সদস্যা অনিন্দিতা মাইতি, পঞ্চায়েত সদস্য নবাব মল্লিক, বাংলার মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জী, প্রাক্তন উপ প্রধান তরুণ পাল।

No comments