Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

দীঘায় এবার পুজোয় চমক মায়াপুর মন্দির এর আদলে দুর্গাপুজোর মন্ডপ

দীঘা সার্বজনীন দূর্গা ও লক্ষী পূজা কমিটির উদ্যোগে প্রতি বছর দীঘার পুজোয় থাকে চমক।সামনেই আসছে দুর্গা পুজো।এবার অনেকটা এগিয়ে এসেছে পুজো।আজ খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পুজোর শুভ সূচনা হলো।দীঘায় মায়াপুর মন্দির এর আদলে দুর…

 


দীঘা সার্বজনীন দূর্গা ও লক্ষী পূজা কমিটির উদ্যোগে প্রতি বছর দীঘার পুজোয় থাকে চমক।সামনেই আসছে দুর্গা পুজো।এবার অনেকটা এগিয়ে এসেছে পুজো।আজ খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পুজোর শুভ সূচনা হলো।দীঘায় মায়াপুর মন্দির এর আদলে দুর্গাপুজোর মন্ডপ এবার তোরি করছেন দীঘা সার্বজনীন দূর্গা ও লক্ষী পূজা কমিটি।ওল্ড দীঘার দিশারী ময়দানে প্রতি বছর এই দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।দীঘা সমুদ্র সৈকতের পাড়ে প্রতি বছর এই পুজো হয়ে আসছে।সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা এই পুজো দেখতে আসেন।এবার পুজোয় মন্ডপ সজ্জা থেকে প্রতিমায় থাকছে চমক।এমনই বার্তা দিলেন পুজো কমিটির সম্পাদক সুশান্ত পাত্র দীঘার এই ঐতিহ্যবাহী পুজো নিয়ে বিশেষ বার্তা দেন।খুঁটি পুজোর সাথে সাথে এই পুজোর ৭৯তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এবারে আরো বেশি বাজেটের পুজো হতে চলেছে।আলোক মালায় সাজিয়ে তোলা হবে দীঘা শহরকে। প্রতিবছর এর মত এবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে দিদি নাম্বার ওয়ান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

No comments