Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপ রোপন ও চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হলো সুতাহাটার শংকরপুরে

রামপুর কলেজের NSS ইউনিট IV এর উদ্যোগে মনিরামপুর শংকরপুর গ্রামে অরণ্য সপ্তাহ উদযাপন এর শুভারম্ভ ।বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর এনএস এস ইউনিট lV এর উদ্যোগে চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত মনিরামপুর শংকর পুর গ্রামে অরণ্য স…

 


রামপুর কলেজের NSS ইউনিট IV এর উদ্যোগে মনিরামপুর শংকরপুর গ্রামে অরণ্য সপ্তাহ উদযাপন এর শুভারম্ভ ।

বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর এনএস এস ইউনিট lV এর উদ্যোগে চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত মনিরামপুর শংকর পুর গ্রামে অরণ্য সপ্তাহ উদযাপন সূচনা হলো 14ই জুলাই ।এটি চলবে 20শে জুলাই পর্যন্ত।এনএস এস এর পক্ষ থেকে গ্রাম এর মানুষের হাতে গাছের চারা প্রদান করা হয়।এদিন বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয় এর প্রাক্তন অধ্যাপক বিশিষ্ট সমাজসেবী প্রভাস কুমার সামন্ত ,,মহাবিদ্যালয় এর দর্শন বিভাগ এর অধ্যাপক ড.অসীম কুমার মন্ডল ,পঞ্চায়েত প্রতিনিধি টুম্পা পণ্ডিত ,প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি পঞ্চানন গিরি,গ্রামের সেক্রেটারি পার্থ সারথী বেরাসহ গ্রামের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।গ্রামের মানুষ এনএস এস ইউনিট lV এর এই উদ্যোগে খুব খুশি।পঞ্চায়েত সদস্যা টুম্পা পণ্ডিত বলেন এনএস এস কে সবরকমভাবে তারা সহযোগিতা করবেন।সমস্ত অনুষ্ঠানটির ভাবনা ও পরিকল্পনা করেন এনএসএস এর ইউনিট lV এর প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা ।

No comments