প্রয়াত হলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ সুচরিতা সাহু। গত ৩০ জুন পণ্ডীচেরিতে এক বেসরকারি হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে সুচরিতা সাউ (৩৯) মারা যান। বৃহস্পতিবার সকালে সুচরিতাদেবীর মৃতদেহ এগরা ১ ব্লক…
প্রয়াত হলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ সুচরিতা সাহু। গত ৩০ জুন পণ্ডীচেরিতে এক বেসরকারি হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে সুচরিতা সাউ (৩৯) মারা যান। বৃহস্পতিবার সকালে সুচরিতাদেবীর মৃতদেহ এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামে এসে পৌঁছায়৷ কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার-সহ স্থানীয় এলাকার বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। স্থানীয় বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছেন, তাঁর এই অকাল প্রয়াণে আমরা গভীর শোকাহত। আমরা তাঁর পরিবারিকে সমবেদনা জানাই। এদিনের শেষকৃত্যে হাজির ছিলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, সহ-সভাপতি সত্য চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক -সহ সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও জনপ্রতিনিধিরা।
No comments