Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মহিষাদলে তিনটে পিচ রাস্তার শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি

মহিষাদল এলাকায় তিনটি পিচ রাস্তার শুভ উদ্বোধন হলো । বৃহস্পতিবার বিকেলে মহিষাদলে তিনটে পিচ রাস্তার শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক । এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার পরিকাঠামোর উন্নয়ন…

 


মহিষাদল এলাকায় তিনটি পিচ রাস্তার শুভ উদ্বোধন হলো । বৃহস্পতিবার বিকেলে মহিষাদলে তিনটে পিচ রাস্তার শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক । এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার পরিকাঠামোর উন্নয়নের । সেই দাবি মেনে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন কাজ শুরু করল ।PMGSY lll প্রকল্পে WBSRDA ফান্ড থেকে তিনটি পিচ রাস্তা তৈরি হবে ।মোট প্রায় সাড়ে তেরো কিলোমিটার পিচ রাস্তা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে ।প্রথম পিচ রাস্তাটি কেশবপুর জলপাই ইটা মগরার বাঁধে উদ্বোধন হল বালুঘাটা বাজার থেকে নরঘাট মোড় ভায়া কেশবপুর জলপাই । দ্বিতীয় রাস্তাটি উদ্বোধন হলো বাঁকা লকগেটে,পিচ রাস্তাটি গেঁওখালি বাজার থেকে দনিপুর বাজার । তৃতীয় পীচ রাস্তাটি উদ্বোধন হলো তেঁতুলবেড়িয়া হনুমান মন্দির এর কাছে ,পিচ রাস্তাটি গেঁওখালি বাজার থেকে কুকড়াহাটি পর্যন্ত তৈরি হবে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল ,মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস ,সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র ,পার্থ বটব্যাল ,নাটশাল ১ গ্রাম পঞ্চায়েত প্রধান শিবপ্রসাদ বেরা প্রমূখ ।


No comments