পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর ১ ব্লকের, তালগাছাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের রামনগর রাও হাইস্কুল ময়দানে "শরতে সম্ভাবী "স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনা ও ব্যবস্থাপনায় পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন উৎসব এর আয়োজ…
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর ১ ব্লকের, তালগাছাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের রামনগর রাও হাইস্কুল ময়দানে "শরতে সম্ভাবী "স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনা ও ব্যবস্থাপনায় পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন উৎসব এর আয়োজন করা হল বৃহস্পতিবার সকালে। এই বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতি র সদস্য দীপক সার, রামনগর রাও হাইস্কুল এর প্রধান শিক্ষক স্বপন কুমার পাল, বিশিষ্ট শিক্ষক দিলীপ মিশ্র, তাপস কুমার ঘোষ, সংস্থার সম্পাদক শৈবাল কান্তি দাস, সহ-সভাপতি বিশ্বব্রত পণ্ডা, রাজকুমার দাস সহ কমিটির সকল সদস্য, সদস্যা ও অতিথিগণ। এদিন প্রায় অর্ধশতাধিক বৃক্ষ রোপণ করলেন।
No comments