মহিষাদল থানা এলাকায় ডাম্পারের ধাক্কা দুর্ঘটনায় দুই পুলিশ কর্মীর মৃত্যুর পর শোকের ছায়া ।ঘটনায় ধৃত ঘাতক ট্রাকের চালক ছোট্ট কুমারকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল হলদিয়া মহকুমা আদালত। গতকাল রাতে দুর্ঘটনার পরেই ঘাতক ট্রাকের চালক বিহা…
মহিষাদল থানা এলাকায় ডাম্পারের ধাক্কা দুর্ঘটনায় দুই পুলিশ কর্মীর মৃত্যুর পর শোকের ছায়া ।ঘটনায় ধৃত ঘাতক ট্রাকের চালক ছোট্ট কুমারকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল হলদিয়া মহকুমা আদালত। গতকাল রাতে দুর্ঘটনার পরেই ঘাতক ট্রাকের চালক বিহারের বাসিন্দা ছোট্টু কুমারকে পাকড়াও করে নন্দকুমার থানার পুলিশ। বুধবার তাঁকে মহিষাদল থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁকে হলদিয়া মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। বিচারক ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে খবর।
এরই পাশাপাশি ময়না তদন্তের পর মৃত সাব ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল ও এনভিএফ কর্মী সেক হোসেন খাঁনের মরদেহ নিমতৌড়ি জেলা পুলিশ লাইনে নিয়ে গিয়ে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর জেলা পুলিশের তত্ত্বাবধানে মৃতদেহগুলি তাঁদের বাড়িতে নিয়ে গিয়ে শেষকৃত্যের বন্দোবস্ত করা হয়েছে বলে জানা গেছে।মরদেহ জয়ন্ত ঘোষাল কে বাগনানে নিজে গৃহে ও সেক হোসেন খাঁনকে কাঁথি নিজেদের বাড়িতে পাঠানো হয়েছে ।
No comments