২০ বস্তা গাঁজা উদ্ধার করল পাঁশকুড়া থানার পুলিশ ।যার আনুমানিক ওজন ৪০০ কেজি হতে পারে ।এত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পাঁশকুড়া থানার পুলিশ ।গোপন সূত্রে খবর পেয়ে ,সিদ্ধা এলাকা থেকে গাঁজা শুদ্ধ একটি গাড়িকে ধরে ফেলে ।গাড়িটির নম্…
২০ বস্তা গাঁজা উদ্ধার করল পাঁশকুড়া থানার পুলিশ ।যার আনুমানিক ওজন ৪০০ কেজি হতে পারে ।এত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পাঁশকুড়া থানার পুলিশ ।গোপন সূত্রে খবর পেয়ে ,সিদ্ধা এলাকা থেকে গাঁজা শুদ্ধ একটি গাড়িকে ধরে ফেলে ।গাড়িটির নম্বর WB11 J 3675 ,পাঁশকুড়া থানায় গাড়িটি রয়েছে ।পাঁশকুড়া থানার আইসি সমর দে বলেন ,৪০০ কেজি গাঁজা সহ একটি গাড়ি উদ্ধার করা হয়েছে ।গাড়ির ড্রাইভার সহ কয়েকজনকে আটক করা হয়েছে ।জিজ্ঞাসাবাদ করা চলছে ।তবে কত টাকার গাঁজা এই মুহূর্তে বলা সম্ভব নয় ।পাঁশকুড়ার বিডিও ইতিমধ্যে দেখে গেছেন ।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে চিঠি করা হয়েছে ।
No comments