Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মহিষাদল থানা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই পুলিশকর্মীর, গুরুতর আহত আরো এক

সংবাদদাতা দীপক পন্ডা -----পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই পুলিশকর্মীর, গুরুতর আহত আরো এক । মঙ্গলবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলিশের টহলরত গাড়ির সাথে ডাম্পারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে গভীর রাতে । মৃত্যু হয়ে…

 


সংবাদদাতা দীপক পন্ডা -----পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই পুলিশকর্মীর, গুরুতর আহত আরো এক । মঙ্গলবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলিশের টহলরত গাড়ির সাথে ডাম্পারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে গভীর রাতে । মৃত্যু হয়েছে জয়ন্ত ঘোষাল নামের এক পুলিশ আধিকারিক, কনস্টেবল শেখ শাহানার । মহিষাদল থানার গাড়ুঘাটায় এই দুর্ঘটনাটি ঘটেছে । 

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে টহলের সময়ে গারুঘাটায় এই দুর্ঘটনা ঘটে। গাড়ির মধ্যে ছিলেন মহিষাদল থানার মেজবাবু জয়ন্ত ঘোষাল, কনস্টেবল শেখ হোসেন, আরও পুলিশকর্মী স্বপন দাস । সেই সময়েই হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ওই জিপটির পিছনে ধাক্কা মারে। রাস্তার পাশে নয়নজলিতে গাড়িটি পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী । উদ্ধার করে তিনজনকে তমলুক জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। চিকিৎসাকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে।একজন কনস্টেবল স্বপন দাস ,গুরুতর আহত চিকিৎসা চলছে । খবর পাওয়া পরেই এলাকায় যান পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।

No comments