Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

National Doctor's Day তে বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর জাতীয় সেবা প্রকল্প এর উদ্যোগে স্থানীয় ডাক্তারবাবুদের সম্মাননা জ্ঞাপন

জাতীয় সেবা প্রকল্প এর উদ্যোগে স্থানীয় ডাক্তারবাবুদের সম্মাননা জ্ঞাপন করা হলো।ডাক্তার তারিণী কান্ত ভুঁইয়া,ডাক্তার প্রদীপ শী,ডাক্তার অরবিন্দ বেরা ,ডাক্তার নির্মল কুমার দোলাই সহ স্থানীয় কিছু বিশিষ্ট ডাক্তারবাবুদের জন্য মেমেন্টো…

 


জাতীয় সেবা প্রকল্প এর উদ্যোগে স্থানীয় ডাক্তারবাবুদের সম্মাননা জ্ঞাপন করা হলো।ডাক্তার তারিণী কান্ত ভুঁইয়া,ডাক্তার প্রদীপ শী,ডাক্তার অরবিন্দ বেরা ,ডাক্তার নির্মল কুমার দোলাই সহ স্থানীয় কিছু বিশিষ্ট ডাক্তারবাবুদের জন্য মেমেন্টো,ফুলের তোড়া ও একটু মিষ্টিমুখ এর ব্যবস্থা করা হয়।এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন অধ্যাপক প্রভাস কুমার সামন্ত,এনএস এস এর প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা, ভূগোল বিভাগ এর অধ্যাপক গৌরাঙ্গ গাউনিয়া,শিক্ষাবিজ্ঞান বিভাগ এর অধ্যাপক শুভঙ্কর ঘড়া,শিক্ষাসহায়ক প্রদীপ দোলাই সহ এনএস এস এর ভলান্টিয়াররা।ডাক্তার বাবুরা এনএস এস এরএই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং অত্যন্ত খুশি হয়। সারা বছর বিভিন্ন সময়ে খুব ইমারজেন্সি পরিস্থিতিতে এইসমস্ত ডাক্তারবাবুরা কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীদের পরিষেবা প্রদান করে থাকেন।


No comments