এগরা পুরসভার সরকারি জায়গা জবরদখল করে ক্লাব ঘর তৈরী করাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। রাজ্যের শাসক দলের এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের মদতেই এই সমস্ত জায়গা জোর করে দখল করে…
এগরা পুরসভার সরকারি জায়গা জবরদখল করে ক্লাব ঘর তৈরী করাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। রাজ্যের শাসক দলের এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের মদতেই এই সমস্ত জায়গা জোর করে দখল করে তৈরী করা হচ্ছে ক্লাবঘর বলে বিস্ফোরক অভিযোগ করেন এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। গত রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ৮ নং ওয়ার্ডের সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটা করে একটি ক্লাব ঘরের উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক- সহ শাসকদলের কাউন্সিলর ও নেতৃত্বরা। এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক বলেন, "আমি বার বার বিধায়ক সহ কাউন্সিলরদেরকে বলার পরেও তাঁরা কি করে ক্লাব সদস্যদের সরকারি জায়গা দখল করতে উৎসাহিত করছেন। আমি মুখ্যমন্ত্রীর দপ্তরের এদের বিরুদ্ধে অভিযোগ করবো। পাশাপাশি তিনি আরও অভিযোগ তুলেন, এগরা পুরসভার কাউন্সিলর জয়ন্ত সাউ সরকারি বিশ্রামাগার দখল করে দোকান করেছেন। শাসক দলের লোকেরা ক্ষমতার অপব্যবহার করছেন বলে দাবী চেয়ারম্যানের। কেউ কেউ আবার সরকারি জায়গায় পার্টি অফিস করেছেন। খুব শীঘ্রই এই সমস্ত অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হবে। কার্যত, এদিন তৃণমূলের প্রতিকে জেতা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক দলের বিধায়ক ও কাউন্সিলরদের প্রতি ক্ষোভ উগরে দেন। তবে এই বিষয়ে ক্লাবের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিষয়ে বিরোধী দল কংগ্রেস ও বিজেপি চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তবে এগরা পুরসভায় বার বার সরকারি জায়গা দখল নিয়ে সরব হয়েছেন খোদ চেয়ারম্যান স্বপন কুমার নায়ক।

No comments