রামকৃষ্ণ সারদা মিশন এর উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় সুতাহাটার হোড়খালি পঞ্চায়েতের বাহারডাব নব কুসুম সংঘ প্রাঙ্গণে সোমবার বিশ্ব হেপাটাইটিস দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। এর অঙ্গ হিসেবে থ্যালাসেমিয়া …
রামকৃষ্ণ সারদা মিশন এর উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় সুতাহাটার হোড়খালি পঞ্চায়েতের বাহারডাব নব কুসুম সংঘ প্রাঙ্গণে সোমবার বিশ্ব হেপাটাইটিস দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। এর অঙ্গ হিসেবে থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা, রক্তদান শিবির এবং প্রসূতি মায়েদের থ্যালাসেমিয়া সনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয় বাহারডাব নব কুসুম সংঘে । শিবিরের উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিভাস রায়। উপস্থিত ছিলেন মিশনের সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দ, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড হলদিয়া রিফাইনারি, লালবাবা রাইস সহ বিভিন্ন শিল্প-সংস্কার প্রতিনিধিরা। স্থানীয় ৩৭টি সংস্থা এই মহতী অনুষ্ঠানের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। স্বামী বিবেকাত্মানন্দ পরম শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে বলেন, 'যে কোন মহৎ কাজ শুরু করার জন্য সাহায্যের অপেক্ষা না করে কাজ শুরু করতে হবে। কাজ শুরু করলে সাহায্য আপনিই এগিয়ে আসবে।' তিনি জানান, প্রায় ৩০০ জন আজ রক্তদান করার অঙ্গীকার করেছেন। অনুষ্ঠানে মায়েদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিভাস রায় হেপাটাইটিস বি এবং থ্যালাসেমিয়া কেন হয়, তার প্রতিকারে কি করণীয় - এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তোলার পিছনে ছিল নব কুসুম সংঘের সম্পাদক সহ সংঘের সমস্ত সদস্যদের অনলস পরিশ্রম। যা সকলের প্রশংসার দাবি রাখে।

No comments