Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

স্মশানে যাওয়ার রাস্তার উপরে বিল্ডিং তৈরী করছে পুরসভা,উত্তেজিত জনতা

শ্মশানে শবদাহ করতে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। অভিযোগ, শ্মশানের রাস্তা দখল করে মার্কেটে তৈরী করা হচ্ছে। মার্কেট তৈরীর ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয় এলাকার বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঠিকাদারকে…

 


শ্মশানে শবদাহ করতে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। অভিযোগ, শ্মশানের রাস্তা দখল করে মার্কেটে তৈরী করা হচ্ছে। মার্কেট তৈরীর ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয় এলাকার বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঠিকাদারকে ঘিরে ধরে মারমুখী হয়ে পড়ে উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার কলেজ মোড় সংলগ্ন পুরোনো জলট্যাঙ্ক পার্শবর্তী ৯ নম্বর ওয়ার্ডের নরপুকুর স্মশানের পার্শ্ববর্তী এলাকায়। অভিযোগ, প্রায় একশো বছরেরও আগে থেকে ঐ জায়গায় একটি স্মশান রয়েছে। স্মশানের পার্শ্ববর্তী এলাকায় এগরা পুরসভার উদ্যোগে একটি মার্কেট কমপ্লেক্স তৈরী হচ্ছে। স্মশানে যাওয়ার রাস্তার উপরে বিল্ডিং তৈরী করছে পুরসভা,উত্তেজিত জনতা । এদিন শবদাহ করতে এলে রাস্তার উপরে থাকা প্রাচীরের গেট ভেঙে ফেলে স্থানীয়রা। পরে স্থানীয় ঠিকাদার সাধন উত্থাসনী ঘটনাস্থলে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় দাহ করতে আসা লোকজনেরা। পাশাপাশি, কয়েকজন সংবাদমাধ্যমের উপরেও চড়াও হয়। তবে স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও অভিযোগ অস্বীকার করেন এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক। তিনি বলেন, ঐ শ্মশানে যাওয়ার জন্য পুরসভা থেকে একটি নকশাভুক্ত রাস্তা দেওয়া রয়েছে। যারা অভিযোগ করছে তাঁরা ভুল অভিযোগ করছে। শ্মশানে যাওয়ার নির্দিষ্ট রাস্তা রয়েছে। জোর করে মার্কেট কমপ্লেক্স এর ভেতর দিয়ে রাস্তা করতে চাইলে হবে না বলে জানিয়েছেন স্থানীয় পুরপ্রধান স্বপন কুমার নায়ক।

No comments