Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

আগামী ৯ ই আগস্ট এর মধ্যে হলদিয়ার সমস্ত কারখানার গেটে ইউনিয়ন তৈরি হবে জানালেন ঋতব্রত

আজ তমলুকে INTTICকোর কমিটির বৈঠকে জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । ধীরে ধীরে সমস্ত কারখানায় নতুন ইউনিয়ন নেতা তৈরি করা হবে । এক মাসের মধ্যে সমস্ত কারখানায় নতুন করে ইউনিয়ন তৈরি করা হবে ।হলদিয়ার বিধায়িকার নাম না করে হলদিয়া শি…

 


আজ তমলুকে INTTICকোর কমিটির বৈঠকে জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । ধীরে ধীরে সমস্ত কারখানায় নতুন ইউনিয়ন নেতা তৈরি করা হবে । এক মাসের মধ্যে সমস্ত কারখানায় নতুন করে ইউনিয়ন তৈরি করা হবে ।হলদিয়ার বিধায়িকার নাম না করে হলদিয়া শিল্পাঞ্চল নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দাবি আদায়ের জন্য কাজ বন্ধ রাখা বা কারো অফিস তালাবন্ধ করে দেওয়া এই সমস্ত বরদাস্ত করা হবেনা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল কাজ বন্ধ রাখার কথা বলছেন। জনপ্রতিনিধিদের আমন আচরণ যে বরদাস্ত করা হবেনা, তা এদিন সাফ জানিয়ে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।*বুধবার আইএনটিটিইউসির কোর কমিটির বৈঠকের পাশাপাশি এদিন জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে বৈঠক করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেখানে ঠিক হয়েছে, হলদিয়া বন্দরের কর্মচ্যুত ঠিকাশ্রমিকদের কাজে ফেরানো হবে আগামী ১লা আগস্ট থেকে। তবে সেখানে শর্ত রাখা হয়েছে, এখন থেকে এই সমস্ত শ্রমিকরা কাজের বিনিময়ে মজুরি পাবেন। সম্প্রতি হলদিয়া বন্দরের এক ঠিকাদার সংস্থা ৫০জন ঠিকা শ্রমিকদের ছাটাই করে বলে অভিযোগ। ঠিকাদার সংস্থার যুক্তি ছিল, বন্দরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পন্য ওঠানো নামানোর কাজ হওয়ায় তাদের কাজ কমে গিয়েছিল। কিন্তু সেইসমস্ত কর্মচ্যুত শ্রমিকরা যাতে কাজ ফিরে পায় সেই জন্য জেলা প্রশাসন, ঠিকাদার সংস্থা এবং আইএনটিটিইউসির কোর কমিটি বসে এই সিদ্ধান্ত নিয়েছেন।

No comments