Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়া রিফাইনারির স্থায়ী কর্মচারী ইউনিয়ন নির্বাচনে জয়ী হলো নির্দল ইউনিয়ন

নির্বাচনে জয়ী হলো নির্দল ইউনিয়ন ।পরাস্ত হলো সিটু ইউনিয়ন। এই নির্বাচনে হলদিয়া রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়ন (নির্দল) ও হলদিয়া রিফাইনারি এমপ্লয়ীজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন (সিটু) সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে। ৮৫০ জন সদস্যে…

 


নির্বাচনে জয়ী হলো নির্দল ইউনিয়ন ।পরাস্ত হলো সিটু ইউনিয়ন। এই নির্বাচনে হলদিয়া রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়ন (নির্দল) ও হলদিয়া রিফাইনারি এমপ্লয়ীজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন (সিটু) সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে। ৮৫০ জন সদস্যেরা মধ্যে ৮২৫ জন ভোটদানে অংশগ্রহণ করেন। হলদিয়া রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়ন (নির্দল) পেয়েছে ৫৯১ টি ভোট ভোট পেয়ে পুনরায় ক্ষমতায় এসেছে। সিটু নিয়ন্ত্রিত হলদিয়া রিফাইনারি এমপ্লয়ীজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন পেয়েছে ২২৫টি ভোট। ৯টি ভোট বাতিল হয়েছে।

No comments