সকালে ট্রেন অবরোধ করে বাম সমর্থকরা।হলদিয়া বন্দর স্টেশনে রেল অবরোধ করতে চেষ্টা করলে বাম সমর্থকদের সাথে পুলিশের খন্ড যুদ্ধ । হটিয়ে দেয় পুলিশ ।আজ সকালে এই ঘটনায় ৬ জন বাম সমর্থককে আটক করেছে পুলিশ ।৯ই জুলাই ধর্মঘটের সমর্থনের পথ,…
সকালে ট্রেন অবরোধ করে বাম সমর্থকরা।হলদিয়া বন্দর স্টেশনে রেল অবরোধ করতে চেষ্টা করলে বাম সমর্থকদের সাথে পুলিশের খন্ড যুদ্ধ । হটিয়ে দেয় পুলিশ ।আজ সকালে এই ঘটনায় ৬ জন বাম সমর্থককে আটক করেছে পুলিশ ।৯ই জুলাই ধর্মঘটের সমর্থনের পথ,ট্রেন অবরোধ করছেন বাম সমর্থকরা। পুলিশ প্রশাসন ধর্মঘটিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন! হলদিয়া বন্দর রেল স্টেশনে ,ট্রেন অবরোধ করে বাম সমর্থকরা।রেল পুলিশের সাথে বচসায় বাম সমর্থকরা।ধর্মঘটীদের সরিয়ে দেয় পুলিস। হলদিয়ায় বাস আটকানোর চেষ্টা করে ধর্মঘটী বাম সমর্থকরা । ধর্মঘট সফল করতে বামসমর্থকরা রাস্তায় নেমেছে ।হলদিয়ায় কোথাও ট্রেন অবরোধ করার চেষ্টা কর বাস অপরাধ করার চেষ্টা করছে । পুলিশ রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে । অবরোধ করলেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে ছড়িয়ে দিচ্ছে ।সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি ।রাস্তায় বাস স্ট্যান্ডে সেভাবে যাত্রীদের দাঁড়িয়ে দেখা যায় নি। তুলনামূলক ভাবে রাস্তায় বাস কম চলছে ।
ধর্মঘটিদের মূল দাবি ,২৯ টি শ্রম আইনের পরিবর্তে সর্বনাশা চারটি শ্রম কোড বাতিল করা। ৬০ বছরের ঊর্ধ্বে শ্রমজীবীদের কমপক্ষে মাসিক নয় হাজার টাকা পেনশন চালু করা। সকল শ্রমজীবীদের জন্য উপযুক্ত সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা। খাদ্য ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের বর্ধিত দাম প্রত্যাহার করা।পরিবহন শ্রমিকদের হয়রানি ও জরিমানা করার লক্ষ্যে ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ (১) ও ১০৬(২) উপধারা বাতিল করা। কমপক্ষে মাসিক ছাব্বিশ হাজার টাকা মজুরি আইন চালু করা। সার্বজনীন গণ বন্টন ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে প্রতিবাদী ধর্মঘট।


No comments