স্ত্রীকে মেরে মহিষাদল থানায় আত্মসমর্পণ করল স্বামী । ২০শে মার্চ রবিবার সকাল ৯ টায় সময় মহিষাদল থানার ইটামগরা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঞ্চনপুর জালপাই গ্রামের বাসিন্দা অমল দাস স্ত্রীকে খুন করে মহিষাদল থানায় গিয়ে আত্মসমর্প…
স্ত্রীকে মেরে মহিষাদল থানায় আত্মসমর্পণ করল স্বামী । ২০শে মার্চ রবিবার সকাল ৯ টায় সময় মহিষাদল থানার ইটামগরা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঞ্চনপুর জালপাই গ্রামের বাসিন্দা অমল দাস স্ত্রীকে খুন করে মহিষাদল থানায় গিয়ে আত্মসমর্পণ করে।
মহিলার মৃতদেহটিকে পুকুরে ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত অমল দাস এর স্ত্রীর নাম তনুশ্রী দাস (৩৫)। 15 বছর আগে অমল দাস -এর সঙ্গে তনুশ্রীর আনুষ্ঠানিক ভাবে বিবাহ হয়। অমল দাস পেশায় দিনমজুর। তার স্ত্রী তনুশ্রী একটি অকেস্টার দলে নাচতেন। প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে গেতেন নাচার জন্য বিভিন্ন জায়গায়। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই গন্ডগোল লেগেই থাকত। এদিন সকালে তনুশ্রীর সাথে তার স্বামীর কথোপকথনে প্রচন্ড বিবাদ বাধে।
অমল দাস থানায় জানায়, উত্তেজনাবশে স্বামী অমল দাস কাঠের বাটাম দিয়ে তনুশ্রীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পর স্বামী অমল দাস মহিষাদল থানায় এসে আত্মসমর্পণ করে । থানার অফিসারদেরকে সমস্ত ঘটনার কথা বলেন।অরকেসটার দলে নাচ করতে গিয়ে তনুশ্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ায় স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র পারিবারিক অশান্তি লেগেই থাকত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। বর্তমানে তনুশ্রীর ৯বছরের একটি ছেলে ও ৩ বছরের একটি মেয়ে রয়েছে । ছেলেটি চতুর্থ শ্রেণীতে পড়াশুনা করে বলে জানিয়েছেন গ্রাম সদস্যা সুমিতা বর্মন। তিনি আর ও জানান স্বামী-স্ত্রীর গন্ডগোলের জেরে ছেলে-মেয়ে আজ অনাথ হয়ে গেল। মাকে খুন করার অপরাধে বাবা জেলে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ প্রশাসন জানিয়েছেন।

No comments