Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

আর্ট প্রতিযোগিতায় হলদিয়া সোনার মেডেল পাওয়ায় হলদিয়ায় আর্ট গ্যালারি করার উদ্যোগ প্রধান শিক্ষকের।

শিল্পনগরী হলদিয়ায় অঙ্কন প্রতিযোগিতায় বড় সাফল্য।হলদিয়া পুনর্বাসন হাইস্কুলে অঙ্কন প্রতিযোগিতার সফলদের হাতে পুরস্কারগুলি তুলে দেওয়া হয়।    রাজ্যবাপি পরীক্ষায় বেঙ্গল হান্ট অঙ্কন প্রতিযোগিতায় হলদিয়া মহাকুমা থেকে বিভিন্ন বিভাগ…

 


শিল্পনগরী হলদিয়ায় অঙ্কন প্রতিযোগিতায় বড় সাফল্য।হলদিয়া পুনর্বাসন হাইস্কুলে অঙ্কন প্রতিযোগিতার সফলদের হাতে পুরস্কারগুলি তুলে দেওয়া হয়।    রাজ্যবাপি পরীক্ষায় বেঙ্গল হান্ট অঙ্কন প্রতিযোগিতায় হলদিয়া মহাকুমা থেকে বিভিন্ন বিভাগে প্রায়  500 পরীক্ষার্থী পরীক্ষা দেয়।



 ২০২১শের ডিসেম্বর মাসে মেদিনীপুরে পরীক্ষা হয়।  যেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচ হাজার পরীক্ষার্থী অংকন বিভাগে পরীক্ষা দেয়। রাজ্যব্যাপী অংকন পরীক্ষায় হলদিয়া প্রায় 90 জন সফলভাবে পুরস্কার জিতে নেয়। তাদের মধ্যে একজন স্বর্ণপদক ও দুজন রৌপ্য পদক পায়। হলদিয়ার সৌমিত্র চৌধুরী  সোনার সরস্বতী জিতে নেয়। হলদিয়া পুরস্কার বিতরণী সভায়  পুনর্বাসন  হাইস্কুলের প্রধান শিক্ষক তপন কুমার জানা জানায়,  স্কুলের অডিটরিয়ামে একটি আর্ট গ্যালারি তৈরি করা হবে এবংলাইভ পেন্টিং এর ব্যবস্থা করা হবে। অংকন বিভাগের ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করতে স্কুলের একটি রুম প্রস্তুত হয়েছে, যেখানে অঙ্কন প্রশিক্ষণ দেওয়া হবে

No comments