Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়ার বিভিন্ন কারখানায় লাগানো হলো শ্রমিকদের সমস্যার কথা জানানোর টোল ফ্রি নম্বর এর ব্যানার । কারখানায় শ্রমিকদের সমস্যার কথা জানানোর সুবিধার্থে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু

কারখানার শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ কিংবা শ্রমিকরা  শোষিত  হলে, শ্রমিকদের কোন অভিযোগ থাকলে একটি টোল ফ্রি ৬২৯২২৬২৪৬৩নম্বরে অভিযোগ জানাতে পারবে। কি বলছে শ্রমিক সংগঠনের নেতৃত্ব, ভিডিওটি ক্লিক করে দেখুন  

শ্রমিকদের অভিযোগ জানানোর টোল …

 


কারখানার শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ কিংবা শ্রমিকরা  শোষিত  হলে, শ্রমিকদের কোন অভিযোগ থাকলে একটি টোল ফ্রি ৬২৯২২৬২৪৬৩নম্বরে অভিযোগ জানাতে পারবে। 

কি বলছে শ্রমিক সংগঠনের নেতৃত্ব, ভিডিওটি ক্লিক করে দেখুন  



শ্রমিকদের অভিযোগ জানানোর টোল ফ্রি নম্বর দিয়ে কয়েকটি ব্যানার তৈরি করা হয়।   রাজ্য INTTUC সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায় এর নির্দেশে, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক INTTUC সভাপতি শিবনাথ সরকার  এর উদ্যোগে জেলা কমিটির সম্মানীয় সদস্য দের কে নিয়ে,  মঙ্গলবার বিকেলে  হলদিয়ার কলকারখানার শ্রমিকদের সুবিধার্থে ধানসেরি, HPL, আদানি উইলমার কম্পানির গেটগুলি তে রাজ্য কমিটির নির্দেশিত ব্যানার ফেস্টুন লাগানো হল।  রাজ্য সরকারের টোল ফ্রি ৬২৯২২৬২৪৬৩ দেওয়া ব্যানার বিভিন্ন কারখানার গেটে কিংবা জনবহুল এলাকা তে লাগানোর নির্দেশ আগেই দিয়েছেন  রাজ্য আইএনটিটিইউসি সভাপতি।  বিভিন্ন কারখানার সমস্ত শ্রমিককে যাতে এই টোল ফ্রী  ৬২৯২২৬২৪৬৩ নম্বর সম্পর্কে ওয়াকিবহাল হয় সেই উদ্দেশ্যে প্রচারে বের হয়  পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক INTTUC নির্ধারিত কমিটিবৃন্দ। নির্ধারিত 13 জন তৃণমূলের শ্রমিক ইউনিয়নের কমিটির সদস্যরা হলদিয়ার  কয়েকটি কারখানার সামনে  অস্থায়ীভাবে ব্যানারগুলোকে লাগান।  টোল ফ্রি নম্বরে শ্রমিকরা কতটা উপকৃত হবে তা নিয়ে  কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।

 পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক INTTUC সভাপতি শিবনাথ সরকার শ্রমিক কর্মচারী দের  উদ্যেশ্যে বললেন," কোনো শ্রমিক দের যদি কোনো সমস্যা থাকে, তাহলে ঐ রাজ্য কমিটির নির্দেশিত ব্যানার এর Toll free no ৬২৯২২৬২৪৬৩তে জানাতে পারবেন। কারখানায় শ্রমিকদের সমস্যার কথা লিখিতভাবে এই হোয়াটসঅ্যাপ নম্বর জানাতে পারবেন। যদিও কারখানার শ্রমিকরা যাতে সমস্যায় না পড়ে সেদিকে সর্বদা নজর রাখছি।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক INTTUC সম্পাদক সুদীপ্ত ভক্তা বলেন, কারখানার শ্রমিকদের পাশে সর্বদা রয়েছি এবং থাকব। কারখানায় শ্রমিকদের উপর শ্রমিক সংগঠনের নজরদারির অভাব ঘটলে, Toll free no ৬২৯২২৬২৪৬৩তে অভিযোগের সংখ্যা বাড়বে।  শ্রমিক বন্ধুদের সমস্যার কথা শুনাকিংবা শ্রমিকদের পাশে থাকার আমরা চেষ্টা করব। 

No comments