পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের আগের দিন তাম্রলিপ্ত পৌরসভা ঘিরে দেখা গেল সজো সাজো রব । পৌরসভার সামনে লাগানো হয়েছে তাম্রলিপ্ত পৌরসভার নতুন নেমপ্লেট, পৌরসভার সামনে নতুনভাবে রং করা হচ্ছে নীল সাদা রং। এবং পৌরসভায় হলঘর অর্থাৎ মহেন্দ্…
পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের আগের দিন তাম্রলিপ্ত পৌরসভা ঘিরে দেখা গেল সজো সাজো রব ।
পৌরসভার সামনে লাগানো হয়েছে তাম্রলিপ্ত পৌরসভার নতুন নেমপ্লেট, পৌরসভার সামনে নতুনভাবে রং করা হচ্ছে নীল সাদা রং। এবং পৌরসভায় হলঘর অর্থাৎ মহেন্দ্র স্মৃতি সদন হল ঘরে দেখা গেল শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি। কালকে উপস্থিত থাকবেন নবনির্বাচিত কুড়িটি ওয়ার্ডের কাউন্সিলর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments