ফাগুনের এই রঙে রাঙিয়ে দাও ভুবন, দোলেও যদি না দোলে মন, রঙের উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য থেকে দেশ, শান্তিনিকেতনের পাশাপাশি মহিষাদলে প্রেশ কর্নার এর উদ্যোগে বসন্ত উৎসব। রং মেখে নাও অঙ্গেস ব রং আজ রঙ-ধনু হয়ে চলুক এক সঙ্গে।ঐতিহ্যবা…
ফাগুনের এই রঙে রাঙিয়ে দাও ভুবন, দোলেও যদি না দোলে মন, রঙের উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য থেকে দেশ, শান্তিনিকেতনের পাশাপাশি মহিষাদলে প্রেশ কর্নার এর উদ্যোগে বসন্ত উৎসব।
রং মেখে নাও অঙ্গেস ব রং আজ রঙ-ধনু হয়ে
চলুক এক সঙ্গে।
ঐতিহ্যবাহী মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে বসন্ত উৎসব উপস্থিত হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজী, সুতাহাটা বিধানসভার প্রাক্তন বিধায়ক তুষার মন্ডল, মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, হলদিয়ার অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষ, শ্রমিকনেতা শিবনাথ সরকার প্রমূখ।

No comments