বসন্ত উৎসবের রঙিন সাজে সজ্জিত হয়ে ভগবানপুর 2 নম্বর ব্লকের বরোজ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের সকল আবাসিক আজি এ বসন্তে মাতোয়ারা,হৃদয় ভরিয়া পলাশ ফুলের রঙিন রঙের মাঝে,সকল দুঃখ,বেদনা - গ্লানি কলুষিত মন আ…
বসন্ত উৎসবের রঙিন সাজে সজ্জিত হয়ে ভগবানপুর 2 নম্বর ব্লকের বরোজ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের সকল আবাসিক আজি এ বসন্তে মাতোয়ারা,হৃদয় ভরিয়া
পলাশ ফুলের রঙিন রঙের মাঝে,সকল দুঃখ,বেদনা - গ্লানি কলুষিত মন আজ পুলকিত। শিশুদের মন বিকশিত হোক এই রঙিন রঙের সাজে।
আশ্রমের বয়োজ্যেষ্ঠদের পায়ে আবির দিয়ে প্রণাম শেষ করে শুরু হয় নিত্যানুষ্ঠান। রং বেরঙের আবির খেলা একে অপরকে আবির দিয়ে সৌহার্দের বিনিময় হয়। তারপর দুপুরের ভুরিভোজে ছিল ভাত, আলুভাজা,মাছভাজা, ডাল, সুক্তা, মাছের কারি ,চাটনি,মিষ্টি, পাঁপড়, আইসক্রিম প্রভৃতি।
আশ্রমের সম্পাদক বলরাম করণ বলেন যে আজ বসন্ত কালের শ্রেষ্ঠ তম দিন। এই দিনে সবার মনের গ্লানিমুক্ত হোক, রঙিন হোক সবার জীবন। সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করি মঙ্গলময়ী ঈশ্বরের কাছে

No comments