খেজুরী বিধানসভার টিকাশী অঞ্চলের টিকাশী অড়াবাগা সূর্য সংঘ এর প্রতিমা আনতে যাওয়ার সময় অতর্কিতে তৃণমূল বাহিনী আক্রমণ করে বলে অভিযোগ বিজেপির ।এই ঘটনার প্রতিবাদ করায় খেজুরী থানার ওসির নেতৃত্বে পুলিশ লাটিচার্জ করে,অকথ্য ভাষায় গালি…
খেজুরী বিধানসভার টিকাশী অঞ্চলের টিকাশী অড়াবাগা সূর্য সংঘ এর প্রতিমা আনতে যাওয়ার সময় অতর্কিতে তৃণমূল বাহিনী আক্রমণ করে বলে অভিযোগ বিজেপির ।এই ঘটনার প্রতিবাদ করায় খেজুরী থানার ওসির নেতৃত্বে পুলিশ লাটিচার্জ করে,অকথ্য ভাষায় গালিগালাজ করে,এবং শীলতাহানির চেষ্টা করে, ছোটো বাচ্চাদের ও তুলে আছাড় মারে।ঘটনার তীব্র ধ্বিকার জানায় ও নিন্দা করেন খেজুরী বিধানসভার বিজেপি বিধায়ক শান্তনু প্রামানিক। তিনি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন।।

No comments