বসন্ত উৎসবে মেতে উঠল হলদিয়া হাজরা মোডে নটরাজ ডান্স এন্ড কালচারাল একাডেমি ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ। 25 তম বর্ষে পদার্পণ করল সংস্থার বসন্ত উৎসব। কচিকাচাদের নৃত্তে,আবৃত্তি ও সঙ্গীতে ভরে উঠল দর্শক আসন। কোভিড পরিস্থিতি কিছুটা সাম…
বসন্ত উৎসবে মেতে উঠল হলদিয়া হাজরা মোডে নটরাজ ডান্স এন্ড কালচারাল একাডেমি ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ। 25 তম বর্ষে পদার্পণ করল সংস্থার বসন্ত উৎসব। কচিকাচাদের নৃত্তে,আবৃত্তি ও সঙ্গীতে ভরে উঠল দর্শক আসন।
কোভিড পরিস্থিতি কিছুটা সামলে হলদিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় বসন্ত উৎসবে শামিল এলাকাবাসী। ।দোল উৎসব সকল ধর্মের মানুষ একসাথে পালন করুক,ধর্ম যার যার উৎসব সবার,এই বার্তা দিলেন সংস্থার কর্ণধার ছন্দা জানা । অভিনব ভাবে ৮ থেকে ৮০ র উপস্থিতিতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল এই বসন্ত উৎসব।ধামসা মাদলের তালে মহিলাদের নাচে অংশগ্রহণ অন্য মাত্রা তৈরি করে এই বসন্ত উৎসবের।এই বসন্ত উৎসবে যে কোন বয়সের পুরুষ মহিলারা অংশগ্রহণ করতে পারবে,সন্ধ্যায় মঞ্চে এই অনুষ্ঠান আলাদা ভাবে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে।আগামীকাল দোল উৎসব ঘিরে রয়েছে তুমুল উন্মাদনা।
No comments