Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়া সুতাহাটা থানা এলাকায় রাজারামপুরে রাধাগোবিন্দ মন্দিরে ভক্তদের ঢল

হোলি বা বসন্ত পঞ্চমীর আগেই হলদিয়ার রাজারামপুরের গ্রামের বাসিন্দারা মেতে উঠল রাধাগোবিন্দের পুজোয়। চিরাচরিত রীতি অনুসারে বিগত এবছরও ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রাধাগোবিন্দ মন্দির এ নিয়ে আসে। সন্ধ্যায় পূর্ণিমার চাঁ…

 


হোলি বা বসন্ত পঞ্চমীর আগেই হলদিয়ার রাজারামপুরের গ্রামের বাসিন্দারা মেতে উঠল রাধাগোবিন্দের পুজোয়। চিরাচরিত রীতি অনুসারে বিগত এবছরও ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রাধাগোবিন্দ মন্দির এ নিয়ে আসে। সন্ধ্যায় পূর্ণিমার চাঁদের আলোয় রাজরামপুর গ্রামের বাসিন্দারা কাঁধে কাঁধ মিলিয়ে সুদূর 5 কিলোমিটার পথ পায়ে হেঁটে ঠাকুরের বিগ্রহ মূর্তি মন্দিরে আনা হয়। গিরিশমোড় থেকে রাজরামপুর ভক্তরা পায়ে হেঁটে যাত্রা করে। কয়েকশো ভক্তের মাঝে বাতাশা হরিলুট করা হয়। শিল্প শহর হলদিয়ায় রাজরামপুর এ রাধা গোবিন্দের মন্দিরে শুরু হয় পুজোপাঠ। 

No comments