হোলি বা বসন্ত পঞ্চমীর আগেই হলদিয়ার রাজারামপুরের গ্রামের বাসিন্দারা মেতে উঠল রাধাগোবিন্দের পুজোয়। চিরাচরিত রীতি অনুসারে বিগত এবছরও ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রাধাগোবিন্দ মন্দির এ নিয়ে আসে। সন্ধ্যায় পূর্ণিমার চাঁ…
হোলি বা বসন্ত পঞ্চমীর আগেই হলদিয়ার রাজারামপুরের গ্রামের বাসিন্দারা মেতে উঠল রাধাগোবিন্দের পুজোয়। চিরাচরিত রীতি অনুসারে বিগত এবছরও ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রাধাগোবিন্দ মন্দির এ নিয়ে আসে। সন্ধ্যায় পূর্ণিমার চাঁদের আলোয় রাজরামপুর গ্রামের বাসিন্দারা কাঁধে কাঁধ মিলিয়ে সুদূর 5 কিলোমিটার পথ পায়ে হেঁটে ঠাকুরের বিগ্রহ মূর্তি মন্দিরে আনা হয়। গিরিশমোড় থেকে রাজরামপুর ভক্তরা পায়ে হেঁটে যাত্রা করে। কয়েকশো ভক্তের মাঝে বাতাশা হরিলুট করা হয়। শিল্প শহর হলদিয়ায় রাজরামপুর এ রাধা গোবিন্দের মন্দিরে শুরু হয় পুজোপাঠ।
No comments