Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

তমলুকে ফিল্মী কায়দায় পুলিশের গাড়ির জানালা গলে পালানো এক অভিযুক্ত হলদিয়া থেকে পাকড়াও !

 


হলদিয়া : মঙ্গলবার মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে তমলুকে আনার সময় পুলিশ ভ্যানের জানালার রড বাঁকিয়ে রীতিমতো ফিল্মি কায়দায় পালিয়েছিল মাদক পাচারে গ্রেফতার দুই বিচারাধীন বন্দী। রাতভর অভিযান চালিয়ে তাঁদের মধ্যেই একজনকে পাকড়াও করল হলদিয়া থানার পুলিশ। ধৃত বিশাল দাসকে হলদিয়ার ব্রজনাথ চক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তবে অপর অভিযুক্ত অনিমেষ বেরা এখনও অধরা। অনিমেষও হলদিয়া এলাকারই বাসিন্দা বলেই জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে.। তিনি জানান, "ধৃত অভিযুক্তকে আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হচ্ছে। পাশাপাশি পলাতক অভিযুক্তকে ধরতেও পুলিশ জোরদার অভিযান শুরু করেছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় বছর খানেক আগে মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগে বিশাল ও অনিমেষকে হলদিয়া থেকে গ্রেফতার করা হয়। এরপর বিচারাধীন বন্দী হিসেবে তাঁদের মেদিনীপুর সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল। মঙ্গলবার তাঁদের মামলার শুনানি থাকায় প্রিজন ভ্যানে করে মেদিনীপুর থেকে তমলুক আদালতে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু তমলুক শহরে যানজটে আটকে যাওয়া গাড়ির জানালা গলে আচমকাই দুই বন্দী পালিয়ে যায়।

তাঁদের ধরতে ব্যাপক তল্লাশি শুরু করে পুলিশ। গোপন সূত্রে পুলিশ জানতে পারে হলদিয়া পুরসভার ২২নং ওয়ার্ডের ব্রজনাথচকের বাসিন্দা বিশাল তাঁর বাড়িতে ঢুকেছে। এরপরেই রাত্রি প্রায় ২টো নাগাদ হলদিয়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে গোটা বাড়ি ঘিরে ফেলে বিশালকে পাকড়াও করেছে পুলিশ।

No comments