Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়ায় জলমগ্ন এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়িকা তাপসী মন্ডল, শুরু রাজনৈতিক চাপান উতোর !

 


দীপক প্রধান, হলদিয়া : নিজের এলাকাতেই হেনস্থার মুখে পড়লেন হলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মন্ডল। বৃহস্পতিবার হলদিয়া পুরসভার ক্ষুদিরাম নগর এলাকায় জলে ডুবে যাওয়ার পরিবারগুলির সঙ্গে দেখা করতে গেলে বিধায়িকাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ চলে। মহিলারা বিধায়িকাকে টানাহেঁচড়া করেন বলেও অভিযোগ।

এই ঘটনার পরেই ক্ষুব্ধ বিধায়কার অভিযোগ, “তৃণমূলের লোকেরাই এই হামলা চালিয়েছে। পুরসভার কাউন্সিলার তৃণমূল নেতা আজগর আলীর নেতৃত্বে পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে” বলেও সংবাদ মাধ্যমে অভিযোগ জানিয়েছেন তাপসী।

যদিও আজগর আলী এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি জানান, “আজ এলাকায় গিয়ে শুনলাম এলাকাবাসীরা বিধায়িকাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। গত কয়েকদিনের জল যন্ত্রণায় বিদ্ধ মানুষদের পাশে বিধায়িকা দাঁড়াননি। তাই লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করেছেন। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই” বলেই দাবী আজগরের।

প্রসঙ্গতঃ এবারের ভারী বৃষ্টিতে হলদিয়া পুরসভার বিস্তীর্ণ এলাকায় জল জমে গিয়েছে। জমা জলের জন্য দুর্ভোগে পড়েছেন ২২, ২৫ ও ২৭নং ওয়ার্ডের বাসিন্দারা। তবে প্রথম থেকেই বিজেপি বিধায়িকাকে ময়দানে দেখা যায়নি বলে অভিযোগ তুলছিলেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে তাপসী মন্ডল ক্ষুদিরামনগর এলাকায় পৌঁছালে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা।

তাপসীকে হাতের কাছে পেয়ে তাঁকে টানা হেঁচড়া করেন মহিলাদের একাংশ। অনেকেই আবার বিধায়িকাকে ধাক্কাধাক্কিও করেন বলে অভিযোগ। একপ্রকার বাধ্য হয়েই এলাকায় জমা জলে আটকে থাকা বাসিন্দাদের বাড়িতে না ঢুকেই ফিরে যেতে বাধ্য হন তাপসী। এই ঘটনায় ক্ষিপ্ত তাপসীর অভিযোগ, “এলাকায় প্রতিনিয়ত ঘুরে এলাকার মানুষদের পাশে থাকার চেষ্টা চালাচ্ছিল। অথচ মিথ্যে অভিযোগে হামলা করে এলাকায় ঢুকতে দেওয়া হল না। মানুষ এর বিচার করবে” বলেই দাবী তাঁর।

No comments