Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মন্ত্রী অখিল গিরি'র ভাগ্নে পরিচয়ে অফিসে তান্ডব, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত গ্রুপ ডি কর্মী !

 

পূর্বমেদিনীপুর.ইন : চেনেন এনাকে ? ইনি কাঁথির দেশপ্রাণ ব্লক কৃষি দফতরের গ্রুপ ডি কর্মী সুমন মাইতি। রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি'র ভাগনা পরিচয়ে গত কয়েক মাস ধরে অফিসে রীতিমতো তান্ডব চালিয়ে যাচ্ছেন এই গুণধর যুবক। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন অফিসের কর্মী থেকে আধিকারীকরাও।

অবশেষে গতকাল বৃহস্পতিবার ওই যুবকের অত্যাচার মাত্রা ছাড়ায়। অফিসের কর্মী থেকে আধিকারীক সবার ওপরেই চড়াও হয় সে। এর প্রতিবাদে শুক্রবার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মীরা। স্থানীয় মানুষরাও অভিযুক্তের ব্যবহারে অতিষ্ঠ হয়ে প্রতিবাদে নামে। তবে মন্ত্রীর দূর সম্পর্কের ভাগ্নে হওয়ায় প্রশাসনও কিছুটা ব্যাকফুটে ছিল। তবে শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যে নাগাদ অভিযুক্তকে গ্রেফতার করেছে কাঁথি থানার পুলিশ।

মন্ত্রী অখিল গিরির সাফ জানান, "আমার ছেলে, ভাগ্নে বা আত্মীয় যেই হোক না কেন, আইন বিরুদ্ধ কাজ করলে তাঁকে শাস্তির মুখে পড়তেই হবে। মন্ত্রীর আত্মীয় পরিচয়ে কেউ দুষ্কর্ম করলে তাঁকে কর্মফল ভোগ করতেই হবে"। 

প্রসঙ্গতঃ গত কয়েক বছর ধরে কাঁথির দেশপ্রাণ ব্লকের কৃষি দফতরে চুক্তি ভিত্তিক গ্রুপ ডি কর্মী হিসেবে কাজ করেন সুমন মাইতি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বর্তমানে তিনি নিজেকে আধিকারীকের পর্যায়েই তুলে নিয়ে গিয়েছেন। গতকাল বৃহস্পতিবার অফিসের কর্মীদের ওপর হামলা চালান সুমন। তাঁকে থামাতে গেলে আধিকারীকের ওপরেও চড়াও হন ওই যুবক। সেই সঙ্গে অফিসের কম্পিউটার ভেঙে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজ নষ্ট করে দেন তিনি। 

দেশপ্রাণের বিডিও শুভজিৎ জানা সহ প্রশাসনিক আধিকারীকরা ওই যুবকের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন। অবশেষে শুক্রবার কাঁথি থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে বলে কাঁথি থানা সূত্রে জানা গেছে।

No comments