Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

বিতর্কিত মন্তব্য, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের !

পূর্বমেদিনীপুর.ইন : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। মঙ্গলবার জেলা সদর তমলুক থানায় বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। কোভিড বিধি লঙ্ঘন করে জমায়েত, সর…

 


পূর্বমেদিনীপুর.ইন : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। মঙ্গলবার জেলা সদর তমলুক থানায় বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। কোভিড বিধি লঙ্ঘন করে জমায়েত, সরকারী কাজে বাধা দেওয়া, কল রেকর্ডের মতো প্রাইভেসি ভঙ্গ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সোমবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ সুপারের অফিসে ডেপুটেশান দেওয়ার সময় পূর্ব মেদিনীপুরের বিজেপি বিধায়ক ও নেতা কর্মীদের নিয়ে জমায়েতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই জমায়েতে শুভেন্দুর একাধিক মন্তব্য ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক দানা বাঁধে।

পুলিশ সুপারকে উদ্দেশ্য করে শুভেন্দু প্রকাশ্যে মন্তব্য করেন, “আপনাকে শুধু বলে রাখলাম আপনি সেন্ট্রাল ক্যাডারের অফিসার। এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগ বা বারামূলায় গিয়ে ডিউটি করতে হয়। সেটা যাতে করতে না হয় সেটা করবেন না”। শুভেন্দুর আরও মন্তব্য ছিল, “ভাইপোর অফিস থেকে যারা ফোন করে আপনাকে, তার প্রত্যেকটা ফোন, কল রেকর্ড আমার কাছে আছে। আপনার হাতে যদি রাজ্য সরকার থাকে, আমার কাছে কেন্দ্রের সরকার আছে”।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে.জানান, “গতকাল যে সমস্ত বিষয়ে আইন বিরুদ্ধ কাজ করা হয়েছে সেই বিষয়গুলির জন্যই তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছে। সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে। এরই পাশাপাশি কল রেকর্ড রয়েছে বলে যে দাবী করেছেন তা প্রাইভেসী ভঙ্গ করেছে। এই ঘটনাটিও অভিযোগে যুক্ত হয়েছে” বলে জানিয়েছেন তিনি।

পুলিশের একটি সূত্রে খবর, শুভেন্দুর বিরুদ্ধে প্রায় ১২টি ধারায় মামলা হয়েছে। এরপর আগষ্ট বিপ্লব উপলক্ষ্যে আগামী ৯ আগষ্ট নিমতৌড়িতে পুলিশ সুপারের অফিসের সামনে ১ লক্ষ লোকের জমায়েতের ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। করোনা বিধির মাঝেই এত বিপুল জমায়েতে পুলিশ অনুমোদেন দেয় কিনা সেটাই দেখার। অনুমোদন না পেলে বিজেপির এই কর্মসূচী ঘিরে পরিস্থিতি ঘোরাল হয়ে উঠতে চলেছে সন্দেহ নেই।  

 

No comments