নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবির এবার হবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে। এমনকি, আগামী ১৫ জান…
নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবির এবার হবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে। এমনকি, আগামী ১৫ জানুয়ারি ওই সেবাশ্রয় ক্যাম্পের সূচনায় নন্দীগ্রামে যাবেন অভিষেক। শনিবার তিনি নিজেই এই ঘোষণা করেন। নন্দীগ্রাম নিয়ে বড় পদক্ষেপ করলেন অভিষেক। আর তাঁর এই ঘোষণার পরই নতুন করে জল্পনা বেড়েছে। ছাব্বিশেও কি হাইভোল্টেজ লড়াই দেখা যাবে নন্দীগ্রামে? এই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
২০২৫ সালে ২ জানুয়ারি অভিষেক ডায়মন্ড হারবারে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের সূচনা করেছিলেন। সেই স্বাস্থ্য শিবির চলেছিল ৭৫ দিন। তবে তা অভিষেকের সংসদ এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আবার ১ ডিসেম্বর থেকে সেবাশ্রয়-২ স্বাস্থ্য শিবির শুরু হয়েছে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। প্রাথমিকভাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলিতে এই স্বাস্থ্য শিবির হওয়ার কথা জানা গিয়েছিল। এবার নন্দীগ্রামে সেবাশ্রয় মডেল ক্যাম্প করার কথা ঘোষণা করলেন অভিষেক। দুটো ক্যাম্প হবে। ১৫ জানুয়ারি সেই ক্যাম্পের উদ্বোধনে তিনি নিজে যাবেন বলে অভিষেক এদিন জানিয়েছেন।

No comments