Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

গঙ্গা নদীকে রক্ষা করতে ,দূষণমুক্ত করতে হলে প্রয়োজন হলো সচেতনতা, সরকারি "নমামি গঙ্গে" অনুষ্ঠান

গঙ্গা নদীকে দূষণমুক্ত ও পুনরুজ্জীবিত করার জন্য কুকড়াহাটি জেটিঘাটে "নমামি গঙ্গে" অনুষ্ঠিত হলো শুক্রবার । মূলত জল দূষণ নিয়ন্ত্রণে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। ভারত নদীমাতৃক দেশ।তবে যে নদীকে আমরা মা হিসেবে দেখি।সেই পব…

 


গঙ্গা নদীকে দূষণমুক্ত ও পুনরুজ্জীবিত করার জন্য কুকড়াহাটি জেটিঘাটে "নমামি গঙ্গে" অনুষ্ঠিত হলো শুক্রবার । মূলত জল দূষণ নিয়ন্ত্রণে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। ভারত নদীমাতৃক দেশ।তবে যে নদীকে আমরা মা হিসেবে দেখি।সেই পবিত্র নদীকেই আমরা নিয়মিত দূষণ করে থাকি।আর এই দূষণের কারণে একদিকে হচ্ছে দূষণ অন্যদিকে গভীরতা হ্রাস পাচ্ছে।সব মিলিয়ে গঙ্গা নদীকে রক্ষা করতে ,দূষণমুক্ত করতে হলে প্রয়োজন হলো সচেতনতা, সরকারি "নমামি গঙ্গে" অনুষ্ঠান । এই অনুষ্ঠান ভারত সরকারের একটি সমন্বিত সংরক্ষণ অভিযান, যা ২০১৪ সালে গঙ্গা নদীকে দূষণমুক্ত ও পুনরুজ্জীবিত করার জন্য শুরু হয়। এর মূল উদ্দেশ্য পয়ঃনিষ্কাশন পরিশোধন, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনায়ন, ঘাট উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধি করা। সাধারন মানুষ সচেতন না হলে মানুষের দ্বারা সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়।তাই "নমামী গঙ্গা" প্রকল্পের মাধ্যমে দেশ জুড়ে চলছে সচেতনতা।আর এই লক্ষ্যকে সামনে রেখে গঙ্গা দূষণ নিয়ন্ত্রনে শুক্রবার পূর্ব মেদিনীপুরের সুতাহাটাতে "নমমী গঙ্গা", এবং "SMCGWB" প্রকল্পের অধিনে সুতাহাটা ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সহায়তায় এক সচেতনতার শিবির এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন, তর্ক বিতর্ক প্রগিযোগিতা ও দলগত নাটক আয়োজন করা হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক, সুতাহাটা ব্লক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, সুতাহাটা ব্লক, সভাপতি, সুতাহাটা পঞ্চায়েত সমিতি, নমমী গঙ্গা প্রকল্পের পূর্ব মেদিনীপুর জেলার জেলা আধিকারিক শুভ সিনহা রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments