সমুদ্রোপকূল স্বচ্ছতা অভিযানে সাংসদ সৌমেন্দু অধিকারী।*পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভার শৌলা সমুদ্রোপকূলে অনুষ্ঠিত হলো বিশেষ স্বচ্ছতা অভিযান। এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিত…
সমুদ্রোপকূল স্বচ্ছতা অভিযানে সাংসদ সৌমেন্দু অধিকারী।*পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভার শৌলা সমুদ্রোপকূলে অনুষ্ঠিত হলো বিশেষ স্বচ্ছতা অভিযান। এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিনের এই স্বচ্ছতা অভিযানে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী। তিনি স্থানীয় মানুষজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সমুদ্রতট পরিষ্কারের কাজে অংশগ্রহণ করেন।সাংসদ সৌমেন্দু অধিকারী জানান, সমুদ্রতট কেবল পর্যটকদের আকর্ষণ নয়, স্থানীয় মানুষের জীবিকার অন্যতম উৎস। তাই এর পরিচ্ছন্নতা ও সংরক্ষণ সবার দায়িত্ব। এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে হলে সমুদ্রতট আরও সুন্দর ও স্বাস্থ্যকর থাকবে।স্থানীয় বাসিন্দা ও উপস্থিত মানুষজন সাংসদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন সচেতনতা কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়িক অরুপ দাশ, জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল, জেলা পরিষদের সদস্য সঙ্গীতা দে, বিজেপি নেতা উমেশ প্রধান প্রমুখ।

No comments