মন্দারমণি সৈকতে সি-বিচ সাফাই অভিযান* পূর্ব মেদিনীপুরের পর্যটন কেন্দ্র মন্দারমণি সমুদ্রসৈকতে শনিবার অনুষ্ঠিত হলো সি-বিচ সাফাই অভিযান। স্থানীয় ব্লক প্রশাসন, পঞ্চায়েত প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্…
মন্দারমণি সৈকতে সি-বিচ সাফাই অভিযান* পূর্ব মেদিনীপুরের পর্যটন কেন্দ্র মন্দারমণি সমুদ্রসৈকতে শনিবার অনুষ্ঠিত হলো সি-বিচ সাফাই অভিযান। স্থানীয় ব্লক প্রশাসন, পঞ্চায়েত প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।সৈকতে প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড় হয়। তবে প্লাস্টিক, বোতল, থার্মোকল-সহ নানারকম বর্জ্যে ভরে যায় সমুদ্রতীর। সেই সমস্যার সমাধানেই এদিন স্বেচ্ছাসেবীরা সকলে মিলে সৈকতের বিভিন্ন জায়গায় আবর্জনা সংগ্রহ করেন।
অভিযানে অংশ নেন বহু ছাত্রছাত্রী, স্থানীয় বাসিন্দা, পর্যটন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষও। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু একদিনের উদ্যোগ নয়, ভবিষ্যতেও এই ধরনের সচেতনতা মূলক সাফাই অভিযান চলবে।আয়োজকদের বার্তা—পরিষ্কার সৈকত মানেই সুস্থ পরিবেশ, আর তাতে বাড়বে পর্যটন আকর্ষণও।

No comments