Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

জেলা পুলিশ সুপারের আশ্বাস—“আপনারা শুধু খবর দিন, আপনার বাড়ির দায়িত্ব নেবে পুলিশ

পুজোয় ভ্রমণে আর দুশ্চিন্তা নয়! এবার আপনার বাড়ির পাহারায় থাকবে জেলা পুলিশ – জানালেন পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার।শারদোৎসব মানেই আনন্দ, উচ্ছ্বাস আর ঘুরে বেড়ানো। কিন্তু এই আনন্দ অনেক সময় মাটি হয়ে যায় বাড়ি ফাঁকা রাখার দুশ্চি…

 


পুজোয় ভ্রমণে আর দুশ্চিন্তা নয়! এবার আপনার বাড়ির পাহারায় থাকবে জেলা পুলিশ – জানালেন পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার।শারদোৎসব মানেই আনন্দ, উচ্ছ্বাস আর ঘুরে বেড়ানো। কিন্তু এই আনন্দ অনেক সময় মাটি হয়ে যায় বাড়ি ফাঁকা রাখার দুশ্চিন্তায়। এবার সেই চিন্তা থেকে মুক্তি দিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য ঘোষণা করেন— পুজোর সময় যদি কেউ পরিবার নিয়ে বেড়াতে যান, তবে আগেই স্থানীয় থানায় জানিয়ে রাখলেই তাদের বাড়ি থাকবে পুলিশের বিশেষ নজরদারিতে। প্রতিটি থানা এলাকায় সেক্টরভিত্তিক পেট্রোলিং-এর ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন,“উৎসবের সময়ে তালাবদ্ধ বাড়ি লক্ষ্য করে চুরি বেড়ে যায়। উপরন্তু অনেকে ঘুরতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, এতে দুষ্কৃতীরা সহজেই ফাঁকা বাড়ির খবর পেয়ে যায়। তাই দয়া করে ভ্রমণের ছবি বা পোস্ট আগে শেয়ার করবেন না। আপনারা কেবল থানাকে জানান, বাকিটা সামলাবে পুলিশ।”

পুলিশের পরামর্শ সাধারণ নাগরিকদের জন্য:

কোথাও বেড়াতে যাওয়ার আগে অবশ্যই প্রতিবেশীকে জানান।স্থানীয় থানায় ফোন বা সরাসরি গিয়ে তথ্য দিন (নাম, ঠিকানা, ক’দিন বাইরে থাকবেন ইত্যাদি)মূল্যবান সামগ্রী প্রকাশ্যে বা সহজলভ্য স্থানে রাখবেন না।ভ্রমণের ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফেরার পর শেয়ার করুন।

এই উদ্যোগে পুলিশ প্রশাসনের আশা, পুজোর সময় নিরাপত্তা বাড়বে বহুগুণ। সাধারণ মানুষ নির্ভয়ে ঘুরতে পারবেন পরিবার-পরিজন নিয়ে। জেলা পুলিশ সুপারের আশ্বাস—“আপনারা শুধু খবর দিন, আপনার বাড়ির দায়িত্ব নেবে পুলিশ। নিশ্চিন্তে উপভোগ করুন উৎসব।”

No comments