বৃহস্পতিবার  বিকেলে পাঁশকুড়ায় বামফ্রন্টের উদ্যোগে আয়োজিত হল ডেপুটেশন ও প্রতিবাদ মিছিল। পাঁশকুড়া পি ডাব্লিউ ডি মাঠ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি।  
পরে মিছিল গিয়ে পৌঁছয় পাঁশকুড়া থানায় এবং সেখানে ডেপুটেশন জমা দেওয়া হয়।মূল …
বৃহস্পতিবার বিকেলে পাঁশকুড়ায় বামফ্রন্টের উদ্যোগে আয়োজিত হল ডেপুটেশন ও প্রতিবাদ মিছিল। পাঁশকুড়া পি ডাব্লিউ ডি মাঠ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি।
পরে মিছিল গিয়ে পৌঁছয় পাঁশকুড়া থানায় এবং সেখানে ডেপুটেশন জমা দেওয়া হয়।মূল দাবি ছিল পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নার্সের প্রতি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জাহির আব্বাস খাঁনের দৃষ্টান্তমূলক শাস্তি। বামফ্রন্টের নেতৃত্ব জানান, অপরাধীকে দ্রুত কঠোর শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা।এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য চক্রবর্তী, পাশাপাশি ছিলেন সায়ন ব্যানার্জি, নিরঞ্জন সিহি, শেখ ইব্রাহিম আলী-সহ একাধিক নেতৃত্ব। প্রতিবাদী স্লোগানে পাঁশকুড়ার রাস্তায় উত্তাল হয়ে ওঠে বামফ্রন্ট সমর্থকরা।

No comments