Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

২৭ জন দেহ ব্যবসায়ী মহিলাদের চাউলখোলাতে গ্রেফতার করলো রামনগর থানার পুলিশ

পূর্ব মেদিনীপুর জেলার পর্যটনশহর দীঘা তাজপুর মান্দারমনি প্রভৃতি এলাকায় দিনের পর দিন বেড়ে যাচ্ছিল অবৈধ ব্যবসা। যেখানে বিভিন্ন লজ গুলিতে এবং রাস্তার উপরে দাঁড়িয়ে অবৈধভাবে কাজকর্ম চালাতো বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা …



 পূর্ব মেদিনীপুর জেলার পর্যটনশহর দীঘা তাজপুর মান্দারমনি প্রভৃতি এলাকায় দিনের পর দিন বেড়ে যাচ্ছিল অবৈধ ব্যবসা। যেখানে বিভিন্ন লজ গুলিতে এবং রাস্তার উপরে দাঁড়িয়ে অবৈধভাবে কাজকর্ম চালাতো বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা এবং একশ্রেনী অসাধু ব্যবসায়ী তাদেরকে ঘর ভাড়া এবং বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত করতে বলে জানা গেছে এদিন রামনগর থানার পুলিশ পিছাবনী চাউলখোলা প্রভৃতি বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে ২২ জন মহিলাকে(অবৈধ ২২ জন মহিলা দেহ ব্যবসার কাজে লিপ্ত ছিল) এবং এই ঘটনার সঙ্গে জড়িত আরো পাঁচজনকে গ্রেফতার করেছে। যাদের মধ্যে ভাড়াটিয়া এবং মিডলম্যান হিসেবে কাজ করতো ওই ব্যক্তিরা। সব মিলিয়ে এই ঘটনায় ২ পুরুষ সহ ২৭ জনকে আটক করেছে রামনগর থানা পুলিশ. আজ তাদের কাঁথি আদালতে তোলা হয়েছে। 

সাধারণ মানুষ জানিয়েছেন একের পর এই দুষকর্ম বেড়ে যাওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং এই অভিযোগ বারবার পুলিশের কাছে আসছিল তাই এদিন গভীর রাত্রে অভিযান চালিয়ে পুলিশ এদেরকে আটক করে। প্রসঙ্গত এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে বিভিন্ন হোটেল এবং লজ গুলিতেও এবং ব্যক্তিগত বাড়িতে ভাড়া রেখে এই সমস্ত কাজকর্ম দীর্ঘদিন ধরে চলে আসছিল।

No comments