পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েত এর পুরুষোত্তমপুর গ্রামসভা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ফের প্রমাণিত হলো তৃণমূল কংগ্রেসের অপ্রতিরোধ্য দাপট। মোট ১২টি আসনের মধ্যে সব কটিতেই জয়লাভ করেছে ত…
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েত এর পুরুষোত্তমপুর গ্রামসভা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ফের প্রমাণিত হলো তৃণমূল কংগ্রেসের অপ্রতিরোধ্য দাপট। মোট ১২টি আসনের মধ্যে সব কটিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কার্যত শূন্য হাতে ফেরে।
এই সমবায়ের মোট ভোটার সংখ্যা ছিল ১,০১০ জন। ভোটারদের ব্যাপক সমর্থন নিয়ে তৃণমূল প্রার্থীরা একতরফা জয় ছিনিয়ে নেয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য, পটাশপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রনব করের নেতৃত্বে লড়াইয়ে নামে ঘাসফুল শিবির। তাঁর কৌশল ও সংগঠনের জোরে তৃণমূল প্রার্থীরা বিরোধীদের কোনঠাসা করে বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। ফলাফল ঘোষণা হতেই সবুজ আভির উড়িয়ে উৎসব মেজাজে মাতেন তৃণমূল কংগ্রেস কর্মিরা।
জয়ী পার্থিদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান তৃণমূল নেতা প্রনব কর ও ফনিভুষন সীল।
ফলে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত এলাকায় আবারও সবুজ ঝড় বইয়ে দিল তৃণমূল, সমবায় নির্বাচনে কার্যত ধস নামল বিজেপি শিবিরে।

No comments