পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসে ফের রদবদল হল পদাধিকারীর।মাত্র মাস দুই আগে সংগঠনের চেয়ারম্যান তমলুকে পৌরসভার চেয়ারম্যান দীপেন্দু নারায়ণ রায়কে করা হয়েছিল ।এর দলে রদবদল ।কি কারনে রদবদল জানতে চায় দীপেন্দ্রনারায়ণ রায়। …
পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসে ফের রদবদল হল পদাধিকারীর।মাত্র মাস দুই আগে সংগঠনের চেয়ারম্যান তমলুকে পৌরসভার চেয়ারম্যান দীপেন্দু নারায়ণ রায়কে করা হয়েছিল ।এর দলে রদবদল ।কি কারনে রদবদল জানতে চায় দীপেন্দ্রনারায়ণ রায়। বিধানসভা নির্বাচনের আগে ফের বদল হল তমলুক জেলা তৃণমূলের চেয়ারম্যান।মাসখানেক আগে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের জেলা সভাপতি ও চেয়ারম্যান পদে বদল আনা হয়। তখন তমলুক সংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পদ থেকে অসিত বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সুজিত রায়কে সভাপতি এবং দীপেন্দ্রনারায়ণ রায়কে চেয়ারম্যান করা হয়। অসিত বন্দ্যোপাধ্যায় হন রাজ্য সম্পাদক। শনিবার ফের দলের তরফ থেকে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা হল প্রাক্তন জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়ের নাম। ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন মজবুত করার লক্ষ্যে এই বদল বলে জানা গিয়েছে। অসিতবাবু বলেন, দল আমাকে যা নির্দেশ দেবে আমি তা পালন করব।

No comments