Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

তমলুকে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে জেলা প্রশাসনকে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী

কার্গিল বিজয় দিবস উপলক্ষে বিজেপির পক্ষ থেকে তমলুকে নিমতৌড়িতে রক্তদান শিবির। তমলুকের শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করলেন । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ,গতকাল আইপ্যাককে নিয়ে মিটিং করেছেন। বর্ডারের জেলাগুলিতে ডোমিসাইল…

 


কার্গিল বিজয় দিবস উপলক্ষে বিজেপির পক্ষ থেকে তমলুকে নিমতৌড়িতে রক্তদান শিবির। তমলুকের শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করলেন । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ,গতকাল আইপ্যাককে নিয়ে মিটিং করেছেন। বর্ডারের জেলাগুলিতে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা ও মুসলমানদের ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে। আমি জ্ঞানেশ কুমার জীকে লিখবো । আজ থেকে যে ডোমিসাল সার্টিফিকেট দেওয়া হবে তা না গ্রহণ করতে। 

ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে রাজ্যের ৮টি সীমান্তবর্তী জেলাগুলিতে ৭৫ হাজার মুসলমানকে ৬ নম্বর ফর্ম দেওয়া হয়েছে।  

মমতা ব্যানার্জী জেনে রাখুন এবার আইপ্যাঈের প্রতীক জৈন ,গৌতম স্যানালরা কেউ আপনাকে বাঁচাতে পারবেনা। যা করছেন খবর আসছে। বিজেপি যা লড়াই করার করবে। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,আমি ধমকি নয় রাজ্যের ডিএম বিডিওদের সতর্ক করছি আপনারা যদি আজ থেকে শুনানির সময় ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করেন তাহলে পাঠান কালীর মতৌ আপনাদের কপালে দূঃখ আছে। 

আমি বিএলও নিয়ে অভিযোগ করার পর সারা দেশে পরিবর্তধ হয়েগিয়েছে। পার্মানেন্ট স্টাফদের নিয়োগ করা হয়েছে। এরাজ্যে যেখানে অনেক জায়গায় পরিবর্তন হয়নি বলা হচ্ছে পার্মানেন্ট স্টাফ নেই ওখানে। আমি প্রামান করে দেবো পার্মানেন্ট স্টাফ থাকা সত্বেও দেওয়া হয়নি । জেলে যেতে হবে। 

আপনারা জানেননা বিহারে যে এসআইআর হয়েছে সেখানে ৪০৩জনের নামে এফআইআর হয়েছে। ৫৩ জন বিএলও অ্যারেস্ট আছে। 

 পূর্বমেদিনীপুরে সভাধিপতিকে নিয়ে মিটিং করে বিএলও লিস্ট পাল্টেছে পূর্ণেন্দেু মাজি। আমি যা করার করবো। 

দিল্লী পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী । ১৫আগষ্টের পর কন্যা সুরক্ষার মতো আমি রাস্তায় নামবো। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমি আমার ঠিকাদার ভাই বোনদের বলবো কাজ করবেননা । আগের কাজের টাকা পাননি । মাল মেটিরিয়ালের দাম পাননি কাজ করবেননা। কাজ করতে গেলে তৃণমূলের বুথ সভাপতি বলবে ভোটের জন্যে ২লাখ দিন।

No comments