Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হারিয়ে যাওয়া ১৬০টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে হস্তান্তর করল মারিশদা থানার পুলিশ

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার বিভিন্ন থানা এলাকায় গত ২ মাসে হারিয়ে যাওয়া ১৬০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। *ফের মানবিক পুলিশ*!পরে মালিকদের মারিশদা থানায় ডেকে সংশ্লিষ্ট থানাগুলির পুলিশ মোবাইল ফোনগুলো হস্তান্তর করে। শনিব…



 পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার বিভিন্ন থানা এলাকায় গত ২ মাসে হারিয়ে যাওয়া ১৬০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। *ফের মানবিক পুলিশ*!পরে মালিকদের মারিশদা থানায় ডেকে সংশ্লিষ্ট থানাগুলির পুলিশ মোবাইল ফোনগুলো হস্তান্তর করে। শনিবার বেলার দিকে এক প্রেস রিলিজের মাধ্যমে এমন তথ্য জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

পুলিশ জানায়, ১৬০ টি স্মার্ট ফোন হারানোর অভিযোগের পরিপেক্ষিতে গত মে, জুন মাসে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, রামনগর, দীঘা মোহনা, দীঘা, জুনপুট কোস্টাল, মারিশদা, খেজুরি এবং ভূপতিনগর থানায় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে মালিকদের ডেকে এই ফোনগুলো হস্তান্তর করা হয়।উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য ,কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দা ,মারিশদা থানার ওসি বুদ্ধদেব মাল ও অন্যান্য আধিকারিকগণ ।

ফিরে পাওয়া মোবাইল মালিকেরা বলেন, "আমাদের স্মার্ট ফোনগুলি হারিয়ে যাওয়ার পর আমরা থানায় অভিযোগ করেছিলাম। তবে মোবাইল ফিরে পাওয়ার আসা করিনি। ফিরে পেয়ে খুবই আনন্দ লাগছে। পুলিশ ভালো কাজ করছে। পুলিশকে অসংখ্য ধন্যবাদ।"

কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানান, আমরা গত কয়েক মাসে মহকুমার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া মোবাইলগুলির অভিযোগের ভিত্তিতে ফোনগুলি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছি। এ রকম অভিযোগ পেলে আমরা গুরুত্ব সহকারে দেখছি। আগামীদিনে এলাকার মানুষের সব রকম সমস্যায় আমরা আরও বেশি সচেষ্ট হবো। আপনারা থানায় আসবেন, সমস্যার কথা বলেন, পুলিশ নিশ্চিত আপনাদের পাশে থাকবে বলে জানিয়েছেন কাঁথির এসডিপিও দিবাকর দাস।

No comments