খেজুরীতে তৃনমূল, বিজেপির পরিচালনায় গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন হাট,বাজার, স্কুল কলেজ, রেল স্টেশন, হাসপাতাল, বিভিন্ন সরকারি অফিসগুলিতে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা ঘাটের বেহাল দশা। বিজেপির সাংসদ ,বিধায়ক ও পাঁচটি গ্রাম পঞ্চায়ে…
খেজুরীতে তৃনমূল, বিজেপির পরিচালনায় গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন হাট,বাজার, স্কুল কলেজ, রেল স্টেশন, হাসপাতাল, বিভিন্ন সরকারি অফিসগুলিতে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা ঘাটের বেহাল দশা।
বিজেপির সাংসদ ,বিধায়ক ও পাঁচটি গ্রাম পঞ্চায়েত, তৃণমূলের জেলা পরিষদ ও ছটি গ্রাম পঞ্চায়েত সহ দুটি পঞ্চায়েত সমিতি থাকতেও উন্নয়নের টাকা কোথায় যাচ্ছে? কিভাবে খরচ হচ্ছে? যা এখন খেজুরীর মানুষ জানতে চায়।
জেলা DYFI নেতৃত্ব বলেন, চুরি-চামারি ,ভাগ- বাটরা নিয়ে প্রতিনিয়ত মারপিট চলছে নিজেদের মধ্যে। দুর্নীতির বিষয়ে দুটি দলের মধ্যে চলছে লোক দেখানো মুরগি লড়াই। আর সাধারণ মানুষ পড়েছেন দুর্ভোগে।
এই পরিস্থিতিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত গুলিতে চলছে প্রতিবাদ কর্মসূচি। রাস্তাঘাটের এই বেহাল দশা, খেত মজুরের- ২০০ দিন কাজ -৬০০ টাকা মজুরি,১ লা আগস্ট থেকে কাজ চালু সহ ৪ (ক) ফরম পূরনের মধ্য দিয়ে জব কার্ড রক্ষার দাবিতে---আগামী ২৮ শে জুলাই খেজুরী--১ ব্লকে ডেপুটেশান ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের দাবি জানিয়েছে খেজুরি-১ ব্লকের খেতমজুর ইউনিয়ন ও ব্লক কৃষক সভা ।এ দিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন- অতনু রায়।যুব নেতা --রবীন্দ্রনাথ দোলুই,সেক মোস্তফা, শিব শংকর কাজলি, গোপাল কর সহ নেতৃত্ব গন।

No comments