Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হাসপাতালে রোগীর লম্বা লাইন , ডাক্তার আছেন প্রাইভেট চেম্বারে ,এগরা হাসপাতাল

প্রতিদিন সকাল ৯টা থেকে ১ টা পর্যন্ত তাঁর আউটডোরে রোগী দেখার কথা। কিন্তু সে সময়ে চিকিৎসকের দেখা নেই। আউটডোরে জমতে থাকে লম্বা লাইন! ‘ডাক্তারবাবু’ কোথায়? খোঁজ নিয়ে দেখা গেল প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন চিকিৎসক। ধরা পড়তেই দে ছুট! ঘ…

 


প্রতিদিন সকাল ৯টা থেকে ১ টা পর্যন্ত তাঁর আউটডোরে রোগী দেখার কথা। কিন্তু সে সময়ে চিকিৎসকের দেখা নেই। আউটডোরে জমতে থাকে লম্বা লাইন! ‘ডাক্তারবাবু’ কোথায়? খোঁজ নিয়ে দেখা গেল প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন চিকিৎসক। ধরা পড়তেই দে ছুট! ঘটনাটি পূর্ব মেদিনীপুরের এগরার।

সরকারি ডাক্তার ,ধরা পড়তেই ছুট দিল হাসপাতালে।আউটডোরে রোগীদের লম্বা লাইন।এ ছবি পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে।সরকারি ডাক্তার চর্মরোগ বিশেষজ্ঞ এম পি আহমেদ তিনি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার।কিন্তু সেই ডাক্তার সরকারিভাবে রুগিদের চিকিৎসা না করে প্রাইভেটে চেম্বার করছেন।আউটডোরের সামনে রুগিদের লম্বা লাইন।ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন রুগি দেখা নাই ডাক্তারের।প্রাইভেট চেম্বারে গেলেই ডাক্তার ছুট দিল হাসপাতালে নেই কোন উত্তর। সরকারি ডাক্তার সরকারিভাবে পরিষেবা না দিয়ে প্রাইভেটে চেম্বার করছেন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে । এটাকি ঠিক সবার কাছে উঠেছে প্রশ্ন।


No comments