Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই মহরম উপলক্ষে শোভাযাত্রার আয়োজন

মহরম এলেই স্মৃতিপটে ভাসে কারবালার মর্মান্তিক দৃশ্য। মহরম মাসটি হিজরি অব্দের চারটি বিশেষ গুরুত্বপূর্ণ মাসের মধ্যে অন্যতম। এই মাসেই হজরত মহম্মদ ইসলাম ধর্ম প্রচার শুরু করেছিলেন। পবিত্র মহরম মাসে জাতিধর্ম, বর্ণ-নির্বিশেষে সমস্ত মানু…



 মহরম এলেই স্মৃতিপটে ভাসে কারবালার মর্মান্তিক দৃশ্য। মহরম মাসটি হিজরি অব্দের চারটি বিশেষ গুরুত্বপূর্ণ মাসের মধ্যে অন্যতম। এই মাসেই হজরত মহম্মদ ইসলাম ধর্ম প্রচার শুরু করেছিলেন। পবিত্র মহরম মাসে জাতিধর্ম, বর্ণ-নির্বিশেষে সমস্ত মানুষকে স্বাগত। মহরম হিজরি অব্দের প্রথম মাস। সমগ্র বিশ্বের মুসলিম সম্প্রদায় এই মাসের ১০ তারিখে 'আশুরা' পালন করে থাকেন। 'আশুরা' শব্দটি 'আশরা' শব্দের অপভ্রংশ। আরবিতে 'আশরা' শব্দটির অর্থ 'দশ'। সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার রামপুরা ইসলামিয়া কমিটির উদ্যোগে ৩০ তম বর্ষের ১০-রা মহরম অনুষ্ঠিত হল। হলদিয়ার দুর্গাচকে ,বালার মোড় ও জয়নগরে পাথরবেড়িয়ায় মহরম অনুষ্ঠিত হয় ।প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই মহরম উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি রয়েছে সুসজ্জিত তাজিয়া। প্রস্তুতিতে কোনও রকম খামতি ছিল না। এই মহরম দীর্ঘদিনের। তবে এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোহনপুর থানার প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী, র‍্যাফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি শেখ সফিকুল আলম, সম্পাদক শেখ সামসুল, কোষাধ্যক্ষ শেখ সাফিল, শেখ আইয়ুব, শেখ রহিমুদ্দিন, শেখ ইসলাউদ্দিন, শেখ রোহিত, শেখ রেয়াজুল প্রমুখ।


No comments