রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালন করলো হলদিয়া পেট্রো কেমিক্যাল কারখানার গেটের সামনে ।হলদিয়া পেট্রোকেমিক্যালস্ সার্ভিসিং এন্ড মেন্টেনেন্স কন্ট্রাক্টারস ওয়ার্কার্স ইউনিয়ন (CITU) এর উদ্যোগে আগামীকাল ৯ ই জুলা…
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালন করলো হলদিয়া পেট্রো কেমিক্যাল কারখানার গেটের সামনে ।হলদিয়া পেট্রোকেমিক্যালস্ সার্ভিসিং এন্ড মেন্টেনেন্স কন্ট্রাক্টারস ওয়ার্কার্স ইউনিয়ন (CITU) এর উদ্যোগে আগামীকাল ৯ ই জুলাই সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে প্রচার অভিযান করল সিপিআইএমের কর্মী সমর্থকরা ।*জ্যোতিবাবুর ১১২ তম জন্মদিন পালন করা হলো হলদিয়া পেট্রোকেমিক্যাল কারখানার গেটের* সামনে।উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতৃত্ব কমরেড অচিন্ত্য শাসমল, কমরেড পরিতোষ পট্টনায়ক, কমরেড দেবাশীষ মাইতি , কমরেড স্বপন পাত্র ,কমরেড সত্যরঞ্জন জানা কমরেড পুলিন জানা সহ প্রমুখ নেতৃত্বগন।

No comments