মঙ্গলবার বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর জাতীয় সেবা প্রকল্প তথা NSS ইউনিট 4 এর উদ্যোগে কলেজের রাষ্ট্রবিজ্ঞান,এডুকেশন ,ইতিহাস বিভাগ এর সহযোগিতায় আজ মনিরামপুর প্রাথমিক বিদ্যালয় থেকে খেজুরতলা,পঞ্চানন তলা বাসস্ট্যান্ড হয়ে বরদা গ…
মঙ্গলবার বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর জাতীয় সেবা প্রকল্প তথা NSS ইউনিট 4 এর উদ্যোগে কলেজের রাষ্ট্রবিজ্ঞান,এডুকেশন ,ইতিহাস বিভাগ এর সহযোগিতায় আজ মনিরামপুর প্রাথমিক বিদ্যালয় থেকে খেজুরতলা,পঞ্চানন তলা বাসস্ট্যান্ড হয়ে বরদা গ্রাম এর কিছু অংশ হয়ে আবার মনিরামপুর গ্রাম এর মধ্য দিয়ে মনিরামপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই এই কর্মসূচি চলে।কলেজের কমিউনিটি সার্ভিস এর কার্যক্রম হিসাবে এই পদযাত্রার আয়োজন করা হয়।গ্রামের প্রায় 50জন মহিলা,কলেজের প্রায় 100জন ছাত্রছাত্রী,প্রাথমিক বিদ্যালয় এর প্রায় 50জন ছাত্রছাত্রী এই পদযাত্রায় অংশ নেয়।কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগ এর অধ্যাপিকা সীতা গিরি,এডুকেশন বিভাগ এর বিভাগীয় প্রধান তাপস কুমার মান্না,পরিবেশবিদ্যা বিভাগ এর বিভাগীয় প্রধান আরিফ মহম্মদ,প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ভক্তিপদ দাস,সহ শিক্ষিকা প্রাক্তন অঞ্চল প্রধান তাপসী বালিদা দাস,সুদীপ্তা গিরি দাস,পঞ্চায়েত প্রতিনিধির পক্ষ থেকে সমীর দোলাই,অক্ষয় প্রধানসহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই পদযাত্রা য় সামিল হন।বিভিন্ন স্লোগান,পোস্টার,প্ল্যাকার্ড এর মাধ্যমে ছাত্র ছাত্রীরা গ্রামের মানুষকে সচেতন করার চেষ্টা করেন।সমগ্র অনুষ্ঠানের সামগ্রিক ভাবনায় ছিলেন কলেজের এনএস এস ইউনিট 4এর প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা ।

No comments