Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

কাঁথি ১ ব্লকের হৈপুর গ্রাম পঞ্চায়েত ২১ মাসের মাথায় ইস্তাফা, এবার দখল করল শাসক দল তৃণমূল কংগ্রেস

পঞ্চায়েত নিয়ম অনুসারে আড়াই বছরের আগে কোন নির্বাচিত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যায়না। একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় বিজেপির প্রতিকে জেতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক সামন্ত ২১ মাসের মাথায় ইস্তাফা দেয়। তারপরেই গ্রাম পঞ্চা…

 


পঞ্চায়েত নিয়ম অনুসারে আড়াই বছরের আগে কোন নির্বাচিত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যায়না। একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় বিজেপির প্রতিকে জেতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক সামন্ত ২১ মাসের মাথায় ইস্তাফা দেয়। তারপরেই গ্রাম পঞ্চায়েত দখল করার জন্য প্রক্রিয়া শুরু করে শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতে প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন জগন্নাথ পুর গ্রাম সংসদ থেকে তৃনমূলের প্রতিকে জেতা নিতাই দাস। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৩ টি। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ১২টি ও তৃণমূল ১১টি আসন পায়। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। তেডুবি গ্রাম সংসদ থেকে বিজেপির প্রতিকে জেতা তনুশ্রী জানা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করায় তৃণমূল কংগ্রেস ১২ টি ও বিজেপি ১১ আসন হয়। বিজেপি প্রধান ইস্তফা দেওয়ায়, এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল কংগ্রেস। 

 সকাল থেকে ব্যাঞ্জো বাজিয়ে সবুজ আবির মাখিয়ে উল্লাস করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানকে ঘিরে উল্লাসে মেতে উঠে কর্মী ও সমর্থকরা। পাশাপাশি নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানকে ফুলের মালা ও পুস্তবক দিয়ে বরণ করে নেয় তৃণমূলের একাধিক নেতৃত্বরা।

 

No comments