মঙ্গলবার দুপুরে একটি ডিপটিউবওয়েলের উদ্বোধন করল হলদিয়া পৌরসভা ।হলদিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডে ২০৪ নং বুথে ভবানীপুর গ্রামে দীর্ঘদিন ধরে জলের সমস্যা ছিল।দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা ,এলাকাবাসীর সেই সমস্যা আজ দূর হলো। হলদিয়া পৌরসভ…
মঙ্গলবার দুপুরে একটি ডিপটিউবওয়েলের উদ্বোধন করল হলদিয়া পৌরসভা ।হলদিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডে ২০৪ নং বুথে ভবানীপুর গ্রামে দীর্ঘদিন ধরে জলের সমস্যা ছিল।দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা ,এলাকাবাসীর সেই সমস্যা আজ দূর হলো। হলদিয়া পৌরসভার সহায়তায় ডিপ টিউবওয়েল এর শুভ উদ্বোধন হইল।বৃষ্টির মধ্যে ছাতা হাতে নিয়ে ফিতা কেটে নারিকেল ফাটিয়ে শুভ উদ্বোধন হয় ।উপস্থিত সকলকে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সেক জুলফিকার আলি সহ হলদিয়া পৌরসভার অনান্য আধিকারিকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ভবানীপুর উত্তর পল্লী গ্রাম কমিটির সভাপতি অর্নব দেবনাথ,সম্পাদক উত্তম নাথ সহ অনান্য সদস্যবৃন্দ ও গ্রামবাসীবৃন্দ।ভবানীপুর উত্তর পল্লী গ্রাম কমিটির সভাপতি অর্নব দেবনাথ বলেন, গ্রামবাসীর দাবি মেনে গ্রামবাসীর এই জলের সমস্যা দূর করার জন্য হলদিয়া পৌরসভার পৌরপ্রশাসককে গ্রামবাসীগণের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
No comments